সুন্দর সমাজ গড়তে হলে সুন্দর এবং স্বচ্ছ মনের মানুষ প্রয়োজন। সম্পদের প্রাচুর্য্য থেকে মনের প্রাচুর্য্য অনেক দামী। উন্নত মন-মানসিকতার মানুষগুলোই সমাজকে উন্নতির চরম শিখরে নিয়ে যেতে পারে। লেখকের লেখায় এ সকল সুন্দর ভাবে ফুটে উঠেছে। সবকিছু সুন্দর এবং সাবলিল করতে হলে আত্নশুদ্ধির প্রয়োজনীয়তা রয়েছে। তাছাড়াও পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভ্রাতৃত্ববোধসহ মানবিক মূল্যবোধ জাগ্রত করার মত অনেক উপাদান লেখকের লেখায় স্বচ্ছভাবে উপস্থাপিত হয়েছে। বইটি পাঠকের মনে সামান্যতম স্থান করে নিতে পারলেই লেখকের এ প্রয়াসটুকু স্বার্থক হবে।