*হেসে হেসে ডুবেছিল চাঁদ * সুঁই সুতা ও রাবারের পোশাক-আকাশ * হয়তো বিরহ, হয়তো না * সীতা অপহরণ ও আত্ম-উদ্ধার পর্ব * বেশ, আহা বেশ বেশ * বিপরীত দুই মেরুর মিল-অমিল
আনিস আহমেদ
কবি আনিস আহমেদের জন্ম ১৯৫৬ সালের ৬ই মার্চ ঢাকায়। তার পৈত্রিক নিবাস কুমিল্লায়। তিনি ইংরেজি সাহিত্য ও ভাষা বিষয়ে ঢাকায় এবং ইংল্যান্ডে স্নাতক ও স্নাকোত্তর পর্যায়ে পড়া শােনা করেছেন। ঢাকার নটরডেম কলেজে শিক্ষকতা দিয়ে কর্মজীবনের সূচনা। পরে চট্টগ্রাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। ১৯৮২ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত। ১৯৯৪ সালে বেতার সাংবাদিক হিসেবে যােগ দেন বিবিসি লন্ডনে এবং ২০০১ সাল থেকে একই পদে কর্মরত রয়েছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটনে। ২০১০ সালে তিনি বেতার সম্প্রচারক হিসেবে ভয়েস অফ আমেরিকায়। স্বর্ণ পদক লাভ করেন। লন্ডনে কিছুদিন ড উইলিয়াম রাদিচের সঙ্গে স্কুল অফ ওরিয়েন্টাল এন্ড আফ্রিকান স্টাডিজের বাংলা। বিভাগে, এবং একই প্রতিষ্ঠানের ভাষা শিক্ষা কেন্দ্রে বাংলা পড়িয়েছেন। খুব ছােটবেলা থেকে বেতার ও টেলিভিশনে বিভিন্ন অনুষ্ঠান করেছেন। আনিস আহমেদ স্বনামে ও বেনামে বাংলাদেশের এবং প্রবাসের পত্রপত্রিকায় অসংখ্য নিবন্ধ লিখেছেন।