বাংলা তথা অবিভক্ত ভারতের স্বাধীনতা সংগ্রামে যেসব মহান ব্যক্তি নিজেদের সর্বস্ব আহুতি দিয়েছেন, তাঁদের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসু একটি নক্ষত্রের মতো। বাংলার চিরায়ত অধ্যাত্ম-সাধনার বীজমন্ত্র অন্তরে ধারণ করে আত্মশক্তিনির্ভর কার্যধারায় সমগ্র দেশকে জাগিয়ে তুলতে সক্ষম হয়েছিলেন তিনি। দেশজ আত্মার পূর্ণ প্রতিধ্বনিস্বরূপ ‘জাতীয়-জাগরণের সার্থক ঋত্বিক’ রূপে তাঁর অনন্য সত্তা চিরমান্য। তাঁর নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে সকলের মনে এক অদ্ভুত আবেশের সৃষ্টি হয়। তিনি একজন আপসহীন চিরবিপ্লবী ও বীর যোদ্ধা। তাঁর রাজনৈতিক মতাদর্শই ছিলÑস্বাধীনতা কারও দয়ায় পাওয়া যায় না। স্বাধীনতা ছিনিয়ে নিতে হয়, অন্তহীন সংগ্রামের মাধ্যমে জয় করে নিতে হয়। অবিভক্ত বাংলার ঢাকাসহ সর্বত্রই তাঁর জনপ্রিয়তা পৌঁছেছিল তুঙ্গে। তাই নানা সময়ে তিনি ছুটে এসেছেন ঢাকায়। তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ঘটনাপ্রবাহে ঢাকা রয়েছে একটি বিশিষ্ট স্থানে।