

হতাশ হবেন না
বইবাজার মূল্য : ৳ ৩৬০ (২০% ছাড়ে)
মুদ্রিত মূল্য : ৳ ৪৫০
প্রকাশনী : নারী প্রকাশনী
বিষয় : ইসলামি বিবিধ বই
এমন একটা সময় চলছে যখন আমাদের মধ্যে হতাশা এবং অস্থিরতা বিরাজমান। এমন বাস্তবতাতে মানুষের এমন একটা খুবই গুরুত্বপূর্ণ কার্যকরী কারণ মুসলিম হিসেবে জানা উচিৎ যে আমাদের ধর্ম আমাদের কি বলে। তাই আমি বলবো বইটি সময়োপযোগী এবং অসাধারণ একটা বই।
হতাশ হবেন না [Don't Be Sad] দুঃখ-বেদনার মধ্য দিয়ে যিনি জীবনযাপন করছেন অথবা যিনি সঙ্কটাপন্ন, যার ফলে দুঃখিত ও বিষণ্ন এবং বিনিদ্র রাত যাপন করছেন এ গ্রন্থটি লেখা হয়েছে তার জন্য। তার চিকিৎসার জন্য কুরআন, সুন্নাহ, মর্মভেদী বাস্তব ঘটনা, কাব্য, শিক্ষাপ্রদ-কল্পকাহিনী ও সত্য গল্প ইত্যাদি থেকে ওষুধের উপকরণ সংগ্রহ করে এ গ্রন্থের প্রতিটি পাতা অলংকৃত করা হয়েছে। এটি একটি আন্তরিকতাপূর্ণ হৃদয়স্পর্শী ও দায়িত্বনিষ্ঠ গবেষণা, যাতে মানবজীবনের বিয়োগান্তক দিক আলোচনার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। এতে আলোচনা করা হয়েছে উদ্বেগ-উৎকণ্ঠা, অনাস্থা-অবিশ্বাস, ক্লান্তি-অবসাদ, চিন্তা-দুশ্চিন্তা, দুঃখ বিষাদ, হতাশা নিরাশা ও ব্যর্থতার সবদিক ও মাত্রা। এটি হলো ওহীর আলো, রিসালাতের নির্দেশনা এবং সরলপন্থী স্বভাব-প্রকৃতি, যথার্থ অভিজ্ঞতা, জীবন্ত দৃষ্টান্ত, চমকপ্রদ ঘটনা ও শিক্ষার আলোকে যুগসমস্যার সমাধান। এতে রয়েছে পরম আদর্শ ব্যক্তিত্ব সাহাবী ও উৎকৃষ্টতম ব্যক্তিত্ব তাবেয়ীগণের বাণী। আরও রয়েছে কবি-সাহিত্যিকদের কাব্য-উপহার, চিকিৎসাবিদ ও দার্শনিকদের উপদেশ এবং আলেমগণের দিক-নির্দেশনা। ব্যর্থতা, বিফলতার নানাদিক সম্পর্কে রয়েছে প্রচারমাধ্যম তথা পত্রিকা, ম্যাগাজিন, সাময়িকী, ক্রোড়পত্র ও প্রচারপত্রে প্রকাশিত প্রাচ্যবিদ ও পাশ্চাত্যবিদ, প্রবীণ ও নবীন মনীষীগণের সত্য ও শুদ্ধ প্রবন্ধভাণ্ডার। এ গ্রন্থটি বহু বিষয়ের সমন্বয়ে রচিত এক পরিমার্জিত ও পরিশীলিত সাধনা, এক কথায় এ গ্রন্থটি আপনার উদ্দেশে বলে : সুখী হোন, প্রশান্ত হোন, সুখের বার্তা শুনুন, আশাবাদী হোন চিন্তা পরিহার করুন।
SIMILAR BOOKS
