আবদুল গাফফার চৌধুরী একজন তীক্ষ্ণ স্মৃদিধর মানুষ। সুদূর অতীতের ঘটনাবলিও তিনি নির্ভুলভাবে বর্ণনা করতে পারেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ-পরবর্তী রাজনীতির অনেক ঘটনার তিনি প্রত্যক্ষ সাক্ষী। তার বিশ্লেষণ একই সঙ্গে নির্ভুল, তথ্যবহুল এবং চিত্তাকর্ষক। পৌরাণিক ইডিপাসকে অবলম্বন করে বাংলাদেশের সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনায় রেখে, এই গ্রন্থের তিনটি পরিচ্ছেদে বিভক্ত। এগুলো হলো- ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’, ‘বাংলাদেশের রাজনীতি’ ও ‘বিশ্ব রাজনীতি’। এই গ্রন্থের কলামগুলো পাঠককে অনেত নতুন তথ্য পরিবেশন করতে সক্ষম হবে।
আব্দুল গাফফার চৌধুরী
আবদুল গাফফার চৌধুরী ষাটের দশকের এ খ্যাতিমান কথাশিল্পী ১৯৩৪ সালের ১২ ডিসেম্বর বরিশালের উলানিয়ায় জনুগ্রহণ করেন। অমর একুশের অবিনাশী গান- ‘আমার ভাইয়ের রক্তে রাঙানাে একুশে ফেব্রুয়ারি, আমি কী ভুলিতে পারি..'-এর স্রষ্টা ও কলামিস্ট হিসেবেও বাংলাদেশ, বাংলাদেশের বাইরে অর্জন করেছেন বিশেষ খ্যাতি ।। অসাধারণ স্মৃতিধর মানুষ আবদু গাফ্ফার | চৌধুরী দীর্ঘদিন বৃটেনে বসবাস করলেও। বাংলাদেশের হৃদপিণ্ডে সবসময় কান পেতে থাকেন। মুক্তিযুদ্ধের অন্যতম সাহসী মানুষ আবদুল গাফফার চৌধুরী প্রায় ২৫ টি বইয়ের জনক। ‘ধানমন্ডি থেকে পলাশী'-নামে একটি। ঐতিহাসিক সিনেমাও নির্মাণ করেছেন ।