জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে উত্তাল ছিল একাত্তর। উত্তাল সেই সাগরের ঢেউ কীভাবে সামাল দিয়েছে বাংলাদেশের সমাজ? একাত্তরের গ্রামীণ সমাজ শহর থেকে প্রাণ বাঁচাতে ছুটে আসা মানুষদের আশ্রয় দিয়েছে পরম আত্মীয়ের মতো। জানতে চাননি পরিচয়, ধর্ম, মাজহাব বা কত দিন থাকবেন। অনেক মা রাতে বাড়তি ভাত রেঁধে রাখতেন। তাঁরা কীভাবে জানতেন আজকে কেউ না কেউ আসবে? সমাজ, পরিবার, এমনকি গ্রামের বসতি টিকিয়ে রাখার দায়িত্বে হাত বদল হয়। সে দায়িত্ব কোথাও নারী, কোথাও-বা মায়ের অবর্তমানে কিশোরীদের হাতে চলে যায়, শিশুরাও বাদ থাকে না। তাঁরা নিজেদের সৃজনশীলতা দিয়ে সেসব চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করেছেন। এসব কথা লিপিবদ্ধ করে রাখার তাগিদ থেকেই একাত্তরের সামাজিক ইতিহাস সংগ্রহের কাজ শুরু করি বছর পনেরো আগে। মুক্তিযুদ্ধের ইতিহাস সংগ্রাহক ও লেখক জনাব আফসান চৌধুরী ও রশিদ হায়দারের উৎসাহ ও পরামর্শ সব সময় মিলেছে। সাক্ষাৎকারের ভিত্তিতে বা গল্প করতে করতে জেনে নেওয়ার কাজ খুব সহজ ছিল না। সাপ্তাহিক-এ প্রচারিত বিজ্ঞপ্তি দেখে অনেকে নিজের ইচ্ছায় লিখে পাঠিয়েছেন তাঁদের অভিজ্ঞতার কথা। এরই একটি পর্ব প্রকাশিত হলো এ বইয়ে।