“ভাঙা চুড়ি, ছেড়া ঘুড়ি আর ভেজা জোছনার বিনিদ্র রাতের ঘোরে ফেলে আসা জীবন কী যেন বলে যায় অস্ফুট স্বরে কান পেতে থাকি সকলের অগোচরে বুকের ভেতর চুড়ি ভাঙে নিষ্প্রাণ ঘুড়ি পাক খেয়ে নেমে যায়।
বিস্ময়ে চেয়ে দেখি এসবের অর্থ কোনোদিন কেন বুঝিনি, হায়!”
হুরে জান্নাত শিখা
Overall Ratings (0)