পঁয়ত্রিশ বছর আগে নিখোঁজ হওয়া এক স্কটিশ সাহেবের অপ্রত্যাশিত আবির্ভাবে ঘটছে নাটকীয় ঘটনাপ্রবাহ। পরিত্যক্ত এক বাংলো ও পুরানো এক অভিশাপ আরও জটিল করল পরিস্থিতি। কিশোর ছেলেকে নিয়ে রহস্যভেদে এসে যেন অথৈ সাগরে পড়লেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা নাবিলা। কী সেই ঘটনা?