তমসাময় এক ভবিষ্যৎকে নিয়ে এই কাহিনি। অশুভ এক কর্তৃপক্ষ সেখানে মুছে দিতে চাইছে ইতিহাস। দেয়াল উঠছে বিচ্ছিন্নতার, স্মৃতি হারিয়ে যাচ্ছে মানুষের, তেজস্ক্রিয়তায় উবে যাচ্ছে সমস্ত কিছু। দুনিয়া-বিচ্ছিন্ন ওই জনপদে তবু কেন আইন অমান্য করে দেয়ালে গ্রাফিতি এঁকে যাচ্ছে কেউ?