জ্যাক মা একজন চীনা ব্যবসায়ী, বিনিয়োগকারী ও মানবহিতৈষী। তিনি বিশ্বের অন্যতম বড় অনলাইন শপ আলিবাবা’র সহ-প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠানটির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও নির্বাহী চেয়ারম্যান।
মুক্তবাজার অর্থনীতির অন্যতম প্রবক্তা এবং স্টার্টআপ বিজনেসের একজন রোল মডেল জ্যাক মা। ফোর্বস সাময়িকীর মতে, তিনি বর্তমানে বিশ্বের ২৬তম শীর্ষ ধনী।
পৃথিবীজুড়ে মানুষ জ্যা মা’কে চেনে তাঁর অটল সংকল্পের কারণে। নিম্নবিত্ত এক পরিবারে জন্ম নিয়েও শত প্রতিকূলতা মোকাবিলা করে তিনি পৌঁছেছেন সাফল্যের শিখরে। জ্যাক মা’র জীবন তাই একটি ইতিহাস এবং উদ্যোক্তা, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য এক অনুপ্রেরণার উৎস। চরম দুরাবস্থা আর ব্যর্থতার মাঝে স্বপ্ন আর আশার আলো জ্বেলে রেখে জীবনযুদ্ধে সফল হওয়ার এক অনন্য উদাহরণ তিনি।
‘জ্যাক মা’ বইটি পড়ে পাঠক জ্যাক মা’র ব্যক্তিগত জীবন ও ব্যবসায়িক উত্থানের গল্প জানার পাশাপাশি তাঁর সাফল্যের মূলমন্ত্র, অনুপ্রেরণামূলক উক্তি ও বক্তব্য এবং তাঁর মজার ও অনেক অজানা তথ্য জানতে পারবেন, যা নিশ্চিতভাবেই তরুণ উদ্যোক্তা ও ব্যবসায়ীদের অনুপ্রাণিত করে তুলবে। একইসঙ্গে তাঁরা পাবেন প্রয়োজনীয় দিক-নির্দেশনাও।
নেসার আমিন
নেসার আমিন একজন লেখক, অনুবাদক এবং কনটেন্ট ক্রিয়েটর, যিনি ১৯৮৬ সালে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা এ.টি.এম রুহুল আমিন একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং মাতা বেগম হাসিনা খোন্দকার একজন গৃহিণী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক ও মাস্টার্স সম্পন্ন করার পর, নেসার আমিন 'চ্যানেল টুয়েন্টি ফোর'-এর নিউজ রুম এডিটর হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০১৩ থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি 'দি হাঙ্গার প্রজেক্ট'-এর প্রোগ্রাম অফিসার এবং 'সুজন'-এর সহযোগী সমন্বয়ক হিসেবে কাজ করেন, বর্তমানে 'ন্যাশনাল ইন্টারেস্ট অব বাংলাদেশ (এনআইবি)'-এর সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর মৌলিক ও অনুবাদকৃত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হলো *বিদ্যুৎ জ্বালানি ও সমকালীন প্রসঙ্গ*, *বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা ও ফলাফল*, *দ্য অ্যালকেমিস্ট* (অনুবাদ) ও *রিচ ড্যাড পুওর ড্যাড* (অনুবাদ)।