যেমন ছিলেন তিনি (প্রথম ও দ্বিতীয় খন্ড একসাথে) (হার্ডকভার) - শায়খ মুহাম্মদ বিন সালেহ আল মুনাজ্জিদ | বইবাজার.কম

যেমন ছিলেন তিনি (প্রথম ও দ্বিতীয় খন্ড একসাথে) (হার্ডকভার)

বইবাজার মূল্য : ৳ ৯৩৮ (৩০% ছাড়ে)

মুদ্রিত মূল্য : ৳ ১৩৪০





WISHLIST


Overall Ratings (1)

Ak
04/02/2021

আমাদের না দেখেও যিনি আমাদের জন্য কেঁদেছেন। রক্তের সম্পর্ক না থাকলেও যিনি আমাদের জন্য রক্ত ঝরিয়েছেন। হাজার বছরের ব্যবধান হলেও যিনি আমাদের জন্য পেরেশান হয়েছেন। যিনি আমাদের মুক্তির পথ দেখিয়েছেন। দিশা দিয়েছেন চিরসাফল্যের। যিনি আমাদের ভালোবেসেছেন। আমাদের জন্য পার্থিব সব সুখ-শান্তি বিসর্জন দিয়েছেন। তিনি আমাদের জন্য দু'আ করে গেছেন... কে তিনি? কে সে মহামানব?? কে করল আলোকিত আজম ও আরব??? ...তিনি আর কেউ নন; তিনি হলেন দুজাহানের সরদার, সৃষ্টির সেরা, আল্লাহর সবচেয়ে প্রিয় মুহাম্মাদে আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তাঁকে আমরা কতটুকু চিনি? কতটুকু জানি তাঁর চলাফেরা, তাঁর কথাবার্তা, তাঁর আচারআচরণ? যিনি চৌদ্দশ বছর আগে আমাকে নিয়ে ভেবেছেন, আমার জন্য চোখের পানি ফেলেছেন, আমার জন্য রক্ত ঝরিয়েছেন; এমন মহান ব্যক্তিত্বকে কি আমরা ভালো করে চিনতে পেরেছি? জানেন, কেমন ছিলেন তিনি? একটু বলি... তিনি নিজের জামা নিজেই সেলাই করতেন, নিজের জুতা নিজেই মেরামত করতেন, নিজেই ঘর নিজেই মুছতেন, নিজেই বকরির দুধ দোহাতেন।, পশু জবেহ করতেন, রান্নার কাজে স্ত্রীকে সহযোগিতা করতেন, মেহমান এলে নিজেই আতিথেয়তা করতেন, সহজভাবে কথা বলতেন, অত্যন্ত উদার ব্যবহার করতেন। সফরে বের হলে পালাক্রমে একবার নিজে সওয়ার হতেন, আরেকবার তার সাথিকে সওয়ার হতে দিতেন। তিনি যবের রুটি খেতেন। চাটাইয়ের বিছানায় ঘুমাতেন। কখনো খালি পায়েও হাঁটতেন। দাস-দাসীদের সাথে মিশতেন। ছোটদের স্নেহ করতেন। বড়দের সম্মান করতেন। কখনো খাবার খেতেন, আবার কখনো উপোষ থাকতেন। অর্থ-সম্পদ অকাতরে বিলিয়ে দিতেন। নিজের জন্য পাই পয়সাও জমা করতেন না। এমনভাবে বলতে গেলে শেষ করা সম্ভব না। এ মানুষটাকে কি জানতে মন চায় না? চায় না কি মন একটু তার জীবনিটা জানতে? বস্তুত প্রতিটি মুমিনের অন্তরই চায় জানতে, কেমন ছিলেন তিনি? এ প্রশ্নেরই উত্তর থাকছে “যেমন ছিলেন তিনি” বইতে। শাইখ সালিহ আল-মুনাজ্জিদ হাফিঃ এর অনবদ্য রচনা “কাইফা আ’মালাহুম”-এর সরল অনুবাদ "কেমন ছিলেন তিনি"। বইটি এক দেখাতেই অনেকেই হয়ত ভাববেন বইটি সীরাত সংক্রান্ত। সীরাত সংকলন হলেও সীরাত সমগ্র হতে বইটি সম্পূর্ণ আলাদা বৈচিত্র্যের। সীরাতের বিন্যাসের সাথে এর কোন মিল নেই। কারন ইতিহাস বর্ননা, আবহ নির্মাণ, ঘটনার ধারাবাহিকতা রক্ষা ইত্যাদির সংমিশ্রণ বইটি। সাড়ে আটশ পৃষ্ঠার বিশাল এই কলেবরের গ্রন্থটি দুটি ভলিউমের মলাট বন্ধ হয়েছে। যা আমি মনে করি প্রত্যক মুসলিমেরই সংগ্রহে রাখা উচিত।


PAYMENT OPTIONS

Copyrights © 2018-2024 BoiBazar.com