কিংবদন্তি আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি। বর্তমান বিশ্বের সেরা এই ফুটবলারকে অনেকে সর্বকালের সেরা ফুটবলারও মনে করেন। মধ্য আর্জেন্টিনায় জন্ম নেওয়া মেসি বাল্যবাল থেকেই ছিলেন এক বিস্ময়কর ফুটবল প্রতিভা। কিন্তু শৈশবে তিনি এক জটিল রোগে আক্রান্ত হন। সে সময় তার ফুটবল প্রতিভা দেখে স্পেনের ফুটবল ক্লাব বার্সেলোনা তার চিকিৎসার দায়িত্ব নেয় এবং তাকে তাদের যুব একাডেমিতে অন্তর্ভুক্ত করে নেয়। এরপর মেসি তার ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় বার্সেলোনায় কাটিয়ে দেন। সেখানে তিনি ১০টি লা লিগা, ৪টি উয়েফা চ্যাম্পিয়নস লীগ এবং ৬টি কোপা দেল রে-সহ মোট ৩৩টি শিরোপা জয় করেছেন, যা বার্সেলোনার ইতিহাসে কোনো খেলোয়াড়ের পক্ষে সর্বোচ্চ। আর্জেন্টিনার হয়েও লিওনেল মেসি সমান উজ্জ্বল। জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি গোলদানের রেকর্ড তার ঝুলিতে। তবে বিশ্বকাপ জয় করতে পারলে মেসির ক্যারিয়ারের পূর্ণতা পেত বলে অনেকে মনে করেন। লিওনেল মেসি জাতীয় দল এবং ক্লাবের হয়ে তিনি ৭০০’র অধিক পেশাদার গোল করেছেন এবং মোট সাতবার ব্যালন ডি’অর জয়ের কৃতিত্ব অর্জন করেছেন, যা ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ। লিওনেল মেসি মেসি শুধু আর্জেন্টিনা, বার্সা বা পিএসজির সম্পদ নয়, মেসি বিশ্বের সম্পদ, ফুটবল বিস্ময়। কিন্তু তার মতো কিংদন্তি ফুটবলারকে নিয়ে বাংলা ভাষায় কোনো পূর্ণাঙ্গ গ্রন্থ নেই। এমন অনুধাবন থেকেই লেখক ও অনুবাদক নেসার আমিন এক মলাটে মেসির ব্যক্তিগত জীবন, তার ফুটবল ক্যারিয়ার ও প্রাসঙ্গিক তথ্যসমূহ নিয়ে বর্তমান গ্রন্থের অবতারণা করেছেন। লিওনেল মেসি ও তার ফুটবল ক্যারিয়ার সম্পর্কে জানার ক্ষেত্রে 'কিংবদন্তি লিওনেল মেসি' গ্রন্থটি পাঠকের উপকারে আসবে।
নেসার আমিন
নেসার আমিন একজন লেখক, অনুবাদক এবং কনটেন্ট ক্রিয়েটর, যিনি ১৯৮৬ সালে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা এ.টি.এম রুহুল আমিন একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং মাতা বেগম হাসিনা খোন্দকার একজন গৃহিণী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক ও মাস্টার্স সম্পন্ন করার পর, নেসার আমিন 'চ্যানেল টুয়েন্টি ফোর'-এর নিউজ রুম এডিটর হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০১৩ থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি 'দি হাঙ্গার প্রজেক্ট'-এর প্রোগ্রাম অফিসার এবং 'সুজন'-এর সহযোগী সমন্বয়ক হিসেবে কাজ করেন, বর্তমানে 'ন্যাশনাল ইন্টারেস্ট অব বাংলাদেশ (এনআইবি)'-এর সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর মৌলিক ও অনুবাদকৃত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হলো *বিদ্যুৎ জ্বালানি ও সমকালীন প্রসঙ্গ*, *বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা ও ফলাফল*, *দ্য অ্যালকেমিস্ট* (অনুবাদ) ও *রিচ ড্যাড পুওর ড্যাড* (অনুবাদ)।