আইব্রো কুঁচকে ফেলল মেহদি। ঘটনা কোন দিকে যাচ্ছে বুঝতে পারছে না এখন আর। এম্বুশ প্রোগ্রাম যেসব রোবটে নেই সেগুলোকে ওমাইক্রন নিয়ন্ত্রণ নিচ্ছে কিভাবে? এগুলো করতে হলে প্রোগ্রাম পিয়ার কানেকশন লাগে। অথেন্টিকেশন এপ্রুভাল লাগে। তারপরই সম্ভব। যে রোবটে এম্বুশ প্রোগ্রামই নেই সেটায় পিয়ার কানেকশন, অথেন্টিকেশন এপ্রুভাল করবে কোন প্রোগ্রাম?
প্রিনার দিকে তাকালো আবার মেহদি। প্রিনাও তাকিয়ে আছে মেহদির দিকে। প্রিনার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারল কিছু একটা নীরবে করছে সে। একটা যেন নীরব ইশারা।
এবং যা বোঝার বুঝে গেল মেহদি। চোখে চোখে যেন কথা হয়ে গেল সব। বুঝে গেছে কেন কীবোর্ডে ঝড় তুলছিল প্রিনা।
স্নোডেনের দিকে তাকালো মেহদি। এরপর ধীরেনের দিকে। দুজনই আস্তে মাথা ঝাঁকালো। বুঝতে বাকি রইল না নীরবে বিপ্লব ঘটে গেছে বোস্টন রোবটিক টিমে। যে বিপ্লব লিম্বিক এলগরিমকে ট্রিগার করে শুরু করেছিল মেহদি, যেটা শুধু মেহদি ছাড়া আর কেউ জানত না, টের পেয়ে সেটাকে আরেক ধাপ এগিয়ে নিয়ে গেছে ওরা।