মেঘের ওপর বাড়ি (হার্ডকভার) - হুমায়ূন আহমেদ | বইবাজার.কম

মেঘের ওপর বাড়ি (হার্ডকভার)

    4 Ratings     1 Reviews

বইবাজার মূল্য : ৳ ২১০ (৩০% ছাড়ে)

মুদ্রিত মূল্য : ৳ ৩০০

প্রকাশনী : অন্যপ্রকাশ





WISHLIST


Overall Ratings (1)

Asif Romman
31/03/2019

বইঃ মেঘের ওপর বাড়ি লেখকঃ হুমায়ূন আহমেদ প্রকাশনীঃ অন্যপ্রকাশ মুদ্রিত মূল্যঃ ২০০ টাকা "চিরকাল এইসব রহস্য আছে নীরব রুদ্ধ ওষ্ঠাধর জন্মান্তের নবপ্রাতে সে হয়তো আপনাতে পেয়েছে উত্তর।।" রবীন্দ্রনাথের কবিতার এই লাইনগুলো বইটির শেষে পরিশিষ্ট আকারে জুড়ে দেয়া আছে। ড. ইফতেখার নামে একজন ফিজিক্সের অধ্যাপকের মৃত্যুকে ঘিরে গল্পের ভিত রচিত। যিনি এক রাতে তার রিডিং রুমে অচেতন হয়ে পড়ে ছিলেন। মাঝরাতে তার স্ত্রীর ঘুম ভাঙলে সে তার স্বামীর সেই অবস্থা আবিষ্কার করে। পরে তিনদিনের মাথায় হাসপাতালে তার মৃত্য হয়। মৃত্যুর পরেও তিনি আশপাশে কী ঘটছে সব দেখতে শুরু করলেন। ব্যাপারটাকে লেখক দেখিয়েছেন অদৃশ্য এক নিয়ন্ত্রকের নিয়ন্ত্রণ হিসেবে। হঠাৎ হঠাৎ তার আত্মা বিভিন্ন জায়গায় উদিত হচ্ছে, এমনকি কারো কারো মনের চিন্তাও সেই আত্মা পড়তে পারছে। আবার অনিয়ন্ত্রিতভাবে সেই জায়গা থেকে সরে গিয়ে অন্য কোন জায়গায় ভ্রমণ করছে সেই আত্মা। এককথায় নিজ আত্মার নিয়ন্ত্রণ অন্য কারো হাতে চলে যাওয়া...! এদিকে ড. ইফতেখারের মৃত্যুর পরও তার বাড়ির সব কাজকর্ম স্বাভাবিকভাবে চলতে থাকে। তার মেয়ে পলিন অভ্যাসবশত কম্পিউটার গেম নিয়ে ব্যস্ত থাকে আর স্ত্রী রুবিনাকে দেখা যায় অশ্রুহীন। কিন্তু ড. ইফতেখারের মৃত্যুর রাতেই খলিল নামের এক পুলিশ অফিসার এসে হাজির হন। তিনি জানান ড. ইফতেখারকে খুন করা হয়েছে বলে কেউ একজন অভিযোগ করেছে। কিন্তু কে সেই খুনী?? ড. ইফতেখারের স্ত্রী রুবিনাকে প্রধান সন্দেহের তালিকায় রেখে এগিয়ে যায় পুলিশ ইন্সপেক্টর খলিলের তদন্তপ্রক্রিয়া এবং গল্পের আবহ দুটোই। #বইবাজার_রিভিউ_প্রতিযোগিতা_মার্চ_২০১৯


PAYMENT OPTIONS

Copyrights © 2018-2024 BoiBazar.com