মিসির আলি সমগ্র-১
হুমায়ুন আহমেদ স্যারের অনবদ্য তৈরি করা চরিত্র মিসির আলী। আমি এখনও এই চরিত্রটার অন্ধ-ভক্ত। মিসির আলী মনে করেন পুরো পৃথিবীতে যাই ঘটুক তার মধ্যে আছে লজিক, লজিকের এক চুলও এদিক ওদিক কিছু নেই। মিসির আলীর বইগুলোর সবথেকে সুন্দর বৈশিষ্ট্য হলো আপনি যখন বই পড়তে শুরু করবেন আপনি কখন ঘটনার ভিতর প্রবেশ করে ফেলবেন বুজতেই পারবেন না। নিজেকে গল্পগুলোর একটি চরিত্র মনে হবে। এছাড়া মিসির আলী সিরিজে অনেক গল্প সাইকোলজি এবং প্যারাসাইকোলজি সম্পর্কে ধারনা দিবে। যা লেখক খুব সহজ এবং বোধগম্য করে উপস্থাপন করেছেন। এছাড়া কিছু গল্পে নব্বই দশকের প্রেক্ষাপট এবং সমাজ ব্যবস্থা প্রকাশ পেয়েছে যা আপনি বর্তমানে উপলব্ধি করতে পারবেন। সমস্যা অতিপ্রাকৃত হোক কিংবা বাস্তবিক। তার মূল থেকে শুরু করে চুলচেরা বিশ্লেষণ পর্যন্ত মিসির আলিকে প্রচণ্ড পথ পাড়ি দিতে হয়, এরপরও তিনি উদ্ঘাটন করে প্রকৃত সত্য। খুব সহজ সরল জীবন যাপনকারী চরিত্রটার জন্য আপনারও মনে মায়া জন্মাবে আমি লিখে দিতে পারি। বইটি মাস্ট সংগ্রহ করে রাখার মতো বই। সবশেষে মিসির আলীর একটি প্রিয় উক্তি বলতে চাই, "প্রকৃতি রহস্য পছন্দ করে না, কিন্তু সে নিজেই খুব রহস্যময়"
আমি বই পড়তে বেশি একটা পছন্দ করি না। তবে হে হুমায়ূন আহমেদ স্যারের বই আমার কাছে অনেক ভালো লাগে। হুমায়ূন স্যারের অনেক বই আমি পড়েছি। তার মধ্যে মিসির আলি সিরিজ এর বই গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। মিসির আলি সিরিজের কিছু সিরিজ নিয়ে মিসির আলি সমগ্র বইটি। এই বইটিতে আপনি প্রায় ১৬ টি মিসির আলী সিরিজের বই একসাথে পেয়ে যাবেন।