কবিতা সময়ের প্রতিবিম্ব। ইচ্ছায় কিংবা অনিচ্ছায় সময়ের চিত্রগুলো কবির কবিতায় ফুটে ওঠে। একজন প্রেমময়ী কবি হিসেবে নাজনীন শুভ্রকে আমরা আবিষ্কার করেছি এই গ্রন্থের মাধ্যমে। প্রেম বলতে নারীপ্রেমকেই মুখ্য বলব না, প্রেম তাঁর শব্দ গাঁথুনীতে, বাক্য বিন্যাসে। তাঁর কবিতায় মিলনের স্বাদ যেমন পাই, তেমনি বিরহ- আকাংখার স্বাদও পাই। প্রকৃতি ও দেশপ্রেমের আহবান যেমন আছে, আছে হতাশা কিংবা অপ্রাপ্তির সুর। ভালোবাসা, আনন্দ ও বেদনা বিশেষ ভাবে স্থান পেয়েছে তাঁর লেখনীতে। বিভিন্ন সময় এবং অনুভূতির উপর রচিত হয়েছে প্রতিটি কাব্য। আমার বিশ্বাস এই কবির প্রতিটি কবিতা কবিতাপ্রেমি পাঠকের অতল ছুঁয়ে যাবে।