৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের আগেই অনেক বিদেশি সাংবাদিক ঢাকায় চলে আসে। তাঁরা ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অবস্থান করেন। ২৫ মার্চ রাত ‘অপারেশন সার্চলাইট’র আগেই পাকিস্তানি সেনারা ঢাকায় অবস্থানকারী সকল বিদেশি সাংবাদিককে অবরুদ্ধ করে রাখে। শোনা যায় তাদেরকে মেরে ফেলার ভয়ও দেখানো হয়েছিল।