নিহত নক্ষত্র - আহমদ ছফা | বইবাজার.কম

নিহত নক্ষত্র

    5 Ratings     1 Reviews

বইবাজার মূল্য : ৳ ১৬০ (২০% ছাড়ে)

মুদ্রিত মূল্য : ৳ ২০০

বিষয় : Story Compilation





WISHLIST


Overall Ratings (1)

Muhammad Mosharrof Hussain
09/04/2020

০৩১ নিহত নক্ষত্র আহমদ ছফা ছফা সাহেবের লেখার সাথে আগেই পরিচয় হয়েছিল এবং তাতে যে মুগ্ধ হয়েছিলাম তা বলাই বাহূল্য। ‘অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী' পড়ে দ্বিতীয় খন্ড খুঁজে পাগল হওয়া, ‘যদ্যপি আমার গুরু' বইয়ের মাধ্যমে এক অসাধারণ মানুষকে চেনা, ‘গাভী বিত্তান্ত’ পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সুন্দরভাবে বোঝা এসব সম্ভব হয়েছিল তাঁর মাধ্যমেই। কিন্তু এরকম লম্বা আখ্যানের পাশাপাশি তিনি যে চমৎকার গল্পও লিখেছেন সেটা জানা ছিল না, বইটার মাধ্যমে সেটাও সম্পন্ন হলো। নাম গল্পটা ছাড়া অন্য গল্পগুলো একদম স্বাভাবিক আয়তনের আর বিষয়গুলোও আমাদের আশপাশ থেকেই নেওয়া। ‘গন্তব্য’ গল্পে এক ডাকাতের মাধ্যমে মানুষের চিরন্তন জীবন সংগ্রাম বা বেঁচে থাকার ইচ্ছা, ‘পদাঘাতের পটভূমি’ গল্পে এক মায়ের ধর্মব্যবসায়ীদের বিরুদ্ধে ধিক্কার, ‘আস্বাদ’ গল্পে এক পরাজিত যুবকের নতুনভাবে বেঁচে থাকার স্বপ্ন, ‘প্রতিপক্ষ’ গল্পে এক ছলনাময়ী নারীর কামুকতা ও ভদ্রলোকের ভন্ডামি, ‘কবি’ গল্পে এক ব্রাত্য কিন্তু শক্তিশালী কবির সংগ্রাম এবং ‘হাত’ গল্পে সৃজনশীলতার উপর টাকা বা ক্ষমতার অক্ষমতার গল্প বিবৃত হয়েছে। নিঃসন্দেহে বইটার ব্যতিক্রমী এবং সেরা গল্প নামগল্প ‘নিহত নক্ষত্র'। জাফর, মুনতাসির এবং খালেদ নামের বিশ্ববিদ্যালয়পড়ুয়া তিন তরুণের মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়সমূহের নাজুক অবস্থা, ছাত্ররাজনীতির নামে এক ধরনের লোকের ক্ষমতার অপব্যবহার এবং আরেকদলের রোমান্টিসিজমের চর্চার আখ্যান, আমাদের সাহিত্যের বেহাল দশা ও লেজুরবৃত্তির কথা, আমাদের তরুণদের স্বপ্ন এবং কাজের বিস্তর ফারাক ও দ্বিচারিতার দৃশ্য অঙ্কণ করেও আরেক ধরনের চিত্রও এঁকেছেন যারা সত্যিই গণমানুষের কথা ভাবে, তাদের নিয়ে সমাজব্যবস্থার পরিবর্তনের স্বপ্ন দেখে ও কাজ করে। সাথে এঁকেছেন তহুরা নামের এক মেয়েকেও যে বিপ্লবী প্রেমিকের জন্য নিঃস্বার্থভাবে অপেক্ষা করে, ভালোবেসে যায় নীরবে। সবমিলিয়ে আয়তনে কিছুটা বড় হলেও আমার পড়া সেরা গল্পের তালিকায় নতুন এক সংযোজন এই গল্পটা। লেখকের ভাষা একটু কঠিন সেটা বলতেই হবে। কিন্তু দেখার চোখ, চিন্তার মাথা আর বলার ধরণের কারনে পড়তে কোনো সমস্যাই হয় না। মনে হয়, আমাদের আশেপাশের কথাই বলছেন কিন্তু যেন একটু অন্যভাবে, যেন আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন, মস্তিষ্কে আঘাত হানছেন।


PAYMENT OPTIONS

Copyrights © 2018-2024 BoiBazar.com