ফ্ল্যাপের কিছু কথাঃ বাংলা সমালোচনা ও প্রবন্ধ সাহিত্য যে কাঙ্ক্ষিত মানে পৌঁছেনি তা বলার অপেক্ষা রাখে না। সৃজনশীল সাহিত্যের তুলনায় আমাদের মননশীল সাহিত্য অপেক্ষাকৃত ম্লান।
২০০১ সালে বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় ‘বাংলাদেশ ধর্মনিরপেক্ষতার ভবিষ্যৎ’ প্রকাশের মধ্য দিয়ে দেশের তরুণতম প্রাবন্ধিক হিসেবে রাজীব সরকারের আত্নপ্রকাশ। শিল্প সাহিত্যের স্মরণীয় স্রষ্টাদের অবদান মূল্যায়নের পাশাপাশি সমাজ সংস্কৃতির নানা দিক নিয়ে আলোচনা ও সাহিত্য সমালোচনা তাকে তরুণ প্রাবন্ধিকদের মধ্যে বিশিষ্ট করে তুলেছে।
‘নিহত রবীন্দ্রনাথ’ রাজীব সরকারের দ্বিতীয় প্রবন্ধ গ্রন্থ । রবীন্দ্রনাথের মৃত্যু নিয়ে তার আলোচনা অভিনব। দেশ বিদেশের কয়েকজন কীর্তিমান ব্যক্তির জীবনের উজ্জ্বল দিকগুলো অনায়াসে চিহ্নিত করেছেন তিনি। বুদ্ধির মুক্তি আণ্দোলনের প্রাণ পুরুষদের প্রাসঙ্গিকতা যৌক্তিকভাবে তুলে ধরেছেন। বিশ্বায়ন, সংস্কৃতি, শিক্ষাব্যবস্থা নিয়ে তার আলোচনা গভীর অভিনিবেশের দাবি রাখে।বাংলা সাহিত্যের কয়েকটি অসামান্য বইয়ের নির্মোহ মূল্যায়ন তার নৈব্যক্তিক দৃষ্টিভঙ্গির পরিচায়ক। এই প্রবন্ধ সংকলন একজন মননশীল তরুণের ভাবনার বহুমাত্রিকতার দ্যোতক। চিন্তার বৈচিত্র্যে ও বক্তব্যের নতুনত্বে এই বই আমাদের প্রবন্ধ সাহিত্যে ভিন্ন মাত্রা যোগ করবে।