“সেই সর্বনাশের কথায় আমি তোমাকে বলতে চাই, মিস কিলার।”
সারাহ মাথা নিচু করে বলল, “যা বলার বলুন।”
“উহুঁ, এইভাবে নয়।”
“তাহলে?”
“কোনো এক নির্জন প্রহরে দেখা হবে আমাদের, যে প্রহরে আকাশ, সমুদ্র, চন্দ্র, নিশীরাত সাক্ষীহবে মধুর একটি মুহূর্তের। যেখানে জলাশয়ে পদ্ম ফুটবে, চারিদিক জোনাক জ্বলবে। তুমিখিলখিল করে হাসবে। সেই মুহূর্তে তোমকে বলব পুরুষের ভালোবাসা ছাড়া একটা নারীরসৌন্দর্য অপূর্ণ।”