অন্ধকার ঘরের মাঝ বরাবর টেবিলের উপর মোমবাতি জ্বলছে। দেয়ালে ঝুলছে কয়েকজন মানুষের ছবি। পরপর চারটা ছবির উপর লাল রঙের ক্রস চিহ্ন দেওয়া। মোমবাতির আবছা আলোয় অন্ধকার ঘরে দাঁড়িয়ে আছে এক আগন্তুক।
দেয়ালে আরেক জোড়া ছবি টাঙিয়ে মৃদু হেসে সেদিকে তাকিয়ে আছে লোকটা। পরনে শার্ট ও জিন্সের প্যান্ট, ছোট করে চুল কাটা, এক হাতে আসমানী ও নীল রঙের কাচের চুড়ির ভাঙা অংশবিশেষ!
রাত্রি নামার সাথেই আজ রাতেও শহরে নীরবে খুনের পসরা সাজাবে আগন্তুক...