আপনি রাতের ট্রেনে যাচ্ছেন ঢাকা থেকে চট্টগ্রাম। স্লিপিং বার্থ, দুজনের একটা ছোট্ট কামরা। গভীর রাত, ঘন অন্ধকার, ট্রেনের বিচিত্র শব্দ। এই সময় আপনার সহযাত্রী আপনাকে জিজ্ঞাসা করল, ‘আপনি কি কখনো ভূত দেখেছেন?’ তিনি নিজের জায়গায় স্থির, অথচ নড়ে উঠছে দূরবর্তী সুইচ, জ্বলে উঠছে আলো। তাহলে এটা ভূতের গল্প! কিন্তু আপনাদের স্মরণ করতে বলি সেই ছবিটার কথা, যা ছাপা হয়েছিল সব সংবাদপত্রে। একটা ট্রেনে আগুন দেওয়া হয়েছে, যাত্রীরা হতাহত। শুধু একটি বাচ্চার স্কুলব্যাগ ছাইভস্মের মধ্যে প্রায় অক্ষত জেগে আছে। ট্রেনে আগুন দেয় কারা? কে তাদের নির্দেশ দেন? তাঁরাই কি এই নির্দেশ দেন, যাঁরা আমাদের সমাজটা চালান, শিশুদের সুন্দর সুন্দর উপদেশ দেন? দেশ-সমাজ-রাষ্ট্র কারা চালায় তাহলে? মানুষ, নাকি ভূত!
আনিসুল হক
আনিসুল হক ৪ মার্চ ১৯৬৫ সালে রংপুরের নীলফামারীতে জন্মগ্রহণ করেন। তিনি রংপুর পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়, রংপুর জিলা স্কুল, রংপুর কারমাইকেল কলেজ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। ছাত্রাবস্থা থেকেই সাহিত্য ও সাংবাদিকতার প্রতি তাঁর আগ্রহ ছিল, এবং তিনি বিসিএস পরীক্ষা দিয়ে প্রকৌশলী হিসেবে সরকারি চাকরিতে যোগ দিলেও ১৫ দিনের মধ্যে সাংবাদিকতায় ফিরে আসেন। বর্তমানে তিনি একটি প্রথম শ্রেণির জাতীয় দৈনিকে সহযোগী সম্পাদক হিসেবে কর্মরত। সাহিত্যে তাঁর অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার, সিটি আনন্দ-আলো পুরস্কার, খালেকদাদ চৌধুরী পদক, সুকান্ত পদক, এবং ইউরো সাহিত্য পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা লাভ করেছেন।