আল্লাহর প্রধানতম সৃষ্টি মানুষ। নারী ও পুরুষ মিলে মানব-প্রজাতি। সৃষ্টির নিপুণ কুশিলতায় প্রত্যেকের গঠন, রূপ-বৈশিষ্ট্য ও অবয়বে বিশাল পার্থক্য বিরাজমান। একই সাথে তাদের চিন্তাচেতনা ও প্রকাশ ভঙ্গিতে রয়েছে আকাশসম পার্থক্য। তাদের প্রত্যেকের অবস্থান, অধিকার ও মর্যাদা রক্ষিত না হলে ক্ষুদ্র থেকে বৃহত্তর প্রতিটি ক্ষেত্রেই সৃষ্টিহয় নৈরাজ্য ও বিশৃঙ্খলা। এই নৈরাজ্য-বিশৃঙ্খলায় শুধু ব্যক্তি, পরিবার ও গোষ্ঠী ডোবে না; বরং ধসে পড়ে সম্রাজ্য ও সভ্যতাও। বাসযোগ্য বিশ্ব রূপ নেয় সাক্ষাৎ নরকে। বিশ্ব ইতিহাসই তার সাক্ষী। ব্যক্তি ও পরিবার, সমাজ ও সভ্যতাএবং নর ও নারীর পারস্পরিক সম্পর্কের প্রতিটি দিক এবং সংশ্লিষ্ট সকলের দায়িত্ব, কর্তব্য ও সম্পর্কের সমীকরণ নিয়েই এই গ্রন্থখানা নর,নারী ও নরক।