আমি আমার উপলব্ধি দিয়ে মানুষের জীবন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেভাবে দেখেছি, অনুভব করেছি এবং এর থেকে যে শিক্ষা বা অভিজ্ঞতা অর্জন করেছি তা নিয়েই লেখা এই গ্রন্থ। এটা আমার জীবন বোধের দর্শন বলা যেতে পারে। এখানে পুরো মানবজীবনের বিভিন্ন সময়কাল, ভালো-খারাপ, ভুল, মোহ ইত্যাদি আলোচনার মাধ্যমে, মানুষ কীভাবে আরও ভালো থাকতে পারে, ভুল এড়িয়ে যেতে পারে, সচেতন হতে পারে, জীবন উপভোগ করতে পারেÑএসবের কিছু বার্তা আমার জীবন অভিজ্ঞতার আলোকে পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।