‘পুড্ন্হেড উইলসন’ বইয়ের ফ্ল্যাপের কথাঃ ১৮৩০ সালে মিসিসিপির তীরে গড়ে ওঠা ডসন ল্যান্ডিং শহরের ঘটনা। তখনকার মার্কিন সমাজে দাসপ্রথা কী নির্মম ছিল, সুযোগ পেলে এই দাস-দাসীরা কীভাবে প্রতিশোধ নিত, রক্সি চরিত্রটি তার জলজ্যান্ত প্রমাণ। ছেঁড়া কাঁথা থেকে তুলে রাজসিংহাসনে বসিয়ে দেওয়া সত্ত্বেও টম দ্রিস্কল নিজেকে সংশোধন করতে পারেনি, বংশগৌরব অক্ষুণ² রাখার অন্ধ মোহে তাকে প্রশ্রয় দিয়ে জজ দ্রিস্কল শেষ পর্যন্ত নিজের সর্বনাশই ডেকে আনলেন। ‘গুবরে’ উইলসন ছিলেন সবার অবহেলার পাত্র। তিনিই শেষ পর্যন্ত দুই ইতালীয় কাউন্টকে রক্ষা করলেন আর অপরাধী হিসেবে শনাক্ত করলেন চেম্বারকে। তাকে ভোলা যাবে না। ভোলা যাবে না চেম্বারের করুণ পরিণতির কথাও।
শেখ আবদুল হাকিম
মার্ক টোয়েন
মার্ক টোয়েন বিশ্ববিখ্যাত ক্লাসিক লেখক। ১৮৩৫ সালের ৩০ নভেম্বরে ফ্লোরিডায় তার জন্ম। আমেরিকান সাহিত্যে অবদানের জন্য তাকে আমেরিকান সাহিত্যের জনক বলে ডাকা হয়। দ্য অ্যাডভেঞ্চার অব হাকলবেরি ফিন, দ্য অ্যাডভেঞ্চার অব টম সয়্যার, দ্য প্রিন্স অ্যান্ড দ্য পপার ইত্যাদি তার বিখ্যাত উপন্যাস। বিশ্বজুড়ে খ্যাতি পাওয়া এই গুণী লেখক ১৯১০ সালে ৭৪ বছর বয়সে কানেকটিকাটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।