ভূমিকা আমার এ গ্রন্থটি আসলে কোন গ্রন্থ নয়। এটি একটি “নিরীক্ষাধর্মী ব্যক্তিগত লেখক প্রকল্প” অর্থাৎ এ গ্রন্থে থুড়ি এই প্রকল্পে যে কটি লেখা আছে তা সবই নিরীক্ষাধর্মী।যেমন স্যার্টায়ার, সেমি স্যাটায়ার,রম্য, প্রায় সায়েন্স ফিকশন,সেমি ফিকশন, থ্রিলার(!), স্মৃতিচারণমূলক ইত্যাদি ইত্যাদি মোট কথা সব মেজাজের লেখাই আছে এখন কোন লাইনে লিখলে জাতি উপকৃত হবে!আদৌ উপকৃত হবে কিনা তারই একটা দিননির্দেশনা বলা যায়। এখন বিচারের তার পাঠকের কাছে তারা চাইলে পরীক্ষা নিরীক্ষা চলতে পারে না চাইরে আমার ‘পুরানা ওয়াদা’ তো আছেই মানে কার্টুনের কথা যদি বলছিলাম আরকি।আমার অবশ্য একটা সুবিধা আছে কেউ যদি বলে “এসব ছাই পাশ লেখার দরকার কি পড়ল আপনার? দেশেতো লেখকের অভাব নেই………….” সেক্ষেত্রে আমার উত্তর হবে “আমিতো লেখক না কার্টুনিস্ট………”ঐ মাঝে মধ্যে বিভিন্ন ম্যাগাজিনের ঈদ সংখ্যায় ফিল অব দি ব্ল্যাংকস রাইটার হিসেবে……..।” যাহোক পাঠক ও প্রকল্পটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে গ্রহণ করলেই খুশী হব। বিনীত আহসান হাবীব ১/৩ই ব্লক লালমাটিয়া, ঢাকা। সূচিপত্র *অন্যরকম দেবদাস *একজন মালেক সাহেব *একটি চোরের গল্প *প্রত্যাবর্তনের পালা *আগন্তুক *মেঘাত্যয় *একা *সোলায়মান সাহেবের ঘোড়ার গাড়ি *রায়হানের পৃথিবী
আহসান হাবীব (কার্টুনিস্ট)
আহসান হাবীবের জন্ম ১৫ নভেম্বর ১৯৫৭, সিলেট। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগােলে মাস্টার্স করে জীবনের প্রথম চাকরি ব্যাংকে। তারপর হঠাৎ পেশা বদল। পেশা হিসেবে বেছে নিলেন কার্টুন। দেশের একমাত্র স্যাটায়ার ম্যাগাজিন ‘উন্মাদ’-এর সম্পাদক ও প্রকাশক... ত্রিশ বছর ধরে। ম্যাগাজিন নিয়ে এক্সপেরিমেন্ট করতে যেন তার ভালাে লাগে। অনেক পত্রিকার সম্পাদনা করেছেন। এর মধ্যে উল্লেখযােগ্য দুটি পত্রিকা হল- কিশাের পত্রিকা ‘দুরন্ত’ ও সায়েন্স ফিকশন ম্যাগাজিন ‘ট্রাভেল এন্ড ফ্যাশন। কার্টুন আঁকার পাশাপাশি জোকস তাঁর প্রিয় বিষয়। বিষয়টিকে তিনি প্রায় কুটিরশিল্প পর্যায়ে নিয়ে গেছেন। বিখ্যাত সেই স্প্যানিস দার্শনিকের মতাে তিনিও মনে করেন যে দিনটা হাসা গেল না সেই দিনটা নিদারুণ ভাবেই ব্যর্থ!'
জোকস ছাড়া রম্য রচনায়ও তিনি পারদর্শী। এই লেখকের বর্তমান বয়স ৫৫। শিক্ষিকা স্ত্রী আফরােজা আমিন আর একমাত্র মেয়ে শবনম আহসানকে নিয়ে তার নিজস্ব জগৎ