ফ্ল্যাপের কিছু কথাঃ জীবনের চলমান আবর্তে মানুষ প্রতিনিয়ত ঘূর্ণায়মান। নিস্পন্দ সময় হৃদয়ঘূর্ণির দোলায় ফিরে পায় তার প্রাণ। হৃদয়ের ভাঙা-গড়ায় ক্ষণে ক্ষণে মানুষ পুনর্জন্ম লাভ করে। মানব মনের অন্তর্নিহিত জগতের চালচিত্র চিত্রিত হয়েছে শীষেন্দু মুখোপাধ্যায়ের এই উপন্যাসসমগ্রের উপন্যাসগুলোয়। ‘দ্বিচারিণী;র মধুরিমা, ‘হৃদয়বৃত্তান্ত’-এর তোতন-যশোধরা বা শর্মিষ্ঠা-পরাগ, ‘আক্রান্ত’র রবির সর্বজ্ঞ এই চরিত্রগুরোয় চিরকালীন মানুষের প্রতিচ্ছবি দেখতে পাওয়া যায় । আবার ‘কাগজের বউ’ এর উপল বা ‘নয়নশ্যামা’ উপন্যাসের নয়ন কিংবা শ্যামার চরিত্রকথন আবর্তিত হয়েছে পারিপার্শ্বি পরিবেশ পরিস্থিতির প্রেক্ষাপটে।
শীর্ষেন্দু মুখোপাধ্যায় (জন্ম: ২ নভেম্বর ১৯৩৫) একজন ভারতীয় বাঙালি সাহিত্যিক, যিনি শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য গল্প লিখে থাকেন। ময়মনসিংহে জন্মগ্রহণকারী শীর্ষেন্দু ১৯৫৯ সালে দেশ পত্রিকায় তার প্রথম গল্প *জলতরঙ্গ* প্রকাশ করেন। সাত বছর পর একই পত্রিকার পূজাবার্ষিকীতে তার প্রথম উপন্যাস *ঘুণ পোকা* প্রকাশিত হয়। শিশুদের জন্য লেখা তার প্রথম উপন্যাস ছিল *মনোজদের অদ্ভুত বাড়ি*, এবং তার সৃষ্ট অন্যতম জনপ্রিয় চরিত্র হলো শবর দাশগুপ্ত।