মানুষ যখন অত্যাচারী, অহংকারী হয়ে ওঠে, তখন সামান্য কারনে তার পতন হয়। তের শতকের শুরুর দিকে সিলেটে (শ্রীহট্ট) বাস করতো শেখ বুরহান উদ্দীন। এক টুকরো গরুর মাংসের জন্য বুরহানউদ্দীনের উপর অমানুষিক অবিচার করে রাজা গৌড় গোবিন্দ। ন্যায় বিচার প্রতিটি মানুষের প্রাপ্য, সেটা কেউ না কেউ নিশ্চিত করে। অত্যাচারী রাজা গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ করে হযরত শাহজালাল। যুদ্ধ হয় ন্যায় আর অন্যায়ের মধ্যে। কীভাবে শাহজালাল সিলেটে এলো, কী ভাবে যুদ্ধে জয়ী হলো, সেই গল্প বলা হয়েছে এখানে।