এখনই সময়
এখনই সময় কবিতা কবিতায়
কথা বলার।
এখনই সময় ভালোবেসে কাছে
টেনে নেয়ার।
কথায় কথায় ঘৃণা ছড়িয়ে এমন
কী আর হবে উপকার।
ভালোবাসার একটি পৃথিবী গড়ে তোলা-ই
হলো জীবনের শ্রেষ্ঠ উপহার।
খবরের পাতায় সামাজিক মাধ্যমগুলোতে
এ কেমন ঘৃণার ছড়াছড়ি।
একটিবারের জন্যই কী মনে হয় না
অযথাই করে যাচ্ছি বাড়াবাড়ি।
এসব পরিহার করে এসো সবে কথা
বলি কবিতার ছন্দে।
ভালোবাসা বিলিয়ে দেই না-জড়িয়ে
অযথা কোনো দ্বন্দ্বে।
মোঃ নুরুল ইসলাম
Overall Ratings (0)