ইংরেজিতে কথা বলতে যার ইচ্ছা আছে সেই পারবে ইংরেজিতে কথা বলতে। মিনিমাম ইংরেজি দেখে পড়তে পারার যােগ্যতা যাদের আছে তাদের জন্য খুশির বার্তা হল, এই বই হতে পারে ইংরেজিতে কথা বলার একমাত্র Guide Line। এই বইয়ের প্রতিটি জিনিস মনােযােগ দিয়ে প্র্যাকটিস করুন এবং এগুলাে কারও সাথে বলার চেষ্টা করুন এবং যা শিখবেন তা পুনরায় দেখুন এবং প্রাকটিস করুন।। হুঁশিয়ার, সাবধান বাজে চিন্তা থেকে!!! কিভাবে শুরু করব, পার্টনার নেই, কার সাথে প্র্যাকটিস করব, কে আমাকে সাহায্য করবে ? এ সমস্ত অযৌক্তিক কথাবার্তা বাদ দিয়ে শুরু হয়ে যাক ইংরেজি শেখার পদযাত্রা.......... করণীয়ঃ
১/ আমি একজন ভাষার Guide হিসেবে প্রথমে একজন শিক্ষার্থীকে বলব যে, আপনি যা পারেন তা দিয়ে কথা বলা শুরু করুন। এটা হতে পারে একটা শব্দ বা একটা বাক্য সেটাই বারবার শব্দ করে বলুন। প্রিয় শিক্ষার্থী, একটা বিষয় অবশ্যই আপনারা লক্ষ্য করেছেন যে, একটা বাচ্চা জন্মের পরের দিন থেকেই কথা বলা শুরু করে না। তাহলে সে কি করে? আপনারা হয়তাে অনেকেই খুব কাছ থেকে দেখেছেন সে শুধুমাত্র শুনে। এবং এই শুনার স্থায়িত্ব বেশি দিন হলে ছয় মাস কিবাং একবছর তারপর সে কিন্তু পর্যায়ক্রমে দুই একটা শব্দ তারপর একটা বাক্যের কিছু অংশ বলে এভাবে করে একটা বাচ্চা তার মাতৃভাষা ব্যবহার করতে শেখে। আমরা যারা ইংরেজিতে কথা বলতে চাই, তাদের অবস্থা ধরে নিতে হবে এমন একটা বাচ্চার মতই। সুতরাং ইংরেজিতে কথা বলতে হলে ধাপে ধাপে এগিয়ে যেতে হবে।
২/ ইংরেজিতে কথা বলতে দ্বিতীয় যে কাজটা আপনাকে করতে হবে, প্রতিনিয়ত যে বিষয়গুলাে আপনাকে বলতে হয় সে বিষয় সম্পর্কিত Word Meaning, Manners, situational Expression, অতি প্রয়ােজনীয় Structure গুলাে শিখে নিতে হবে। তথা এই বিষয়গুলাে প্রয়ােজনে বারবার পড়ে মুখস্থ করতে হবে এবং যেটুকু আপনি পারবেন সেটুকুই ব্যবহার করার অভ্যাস করতে হবে। তাহলে দেখবেন আপনার মুখের জড়তা কেটে যাবে, সাথে সাথে মনের ভয়, দ্বিধাদ্বন্দ্ব দূর হবেই।
৩/ আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে আপনি যখনই ইংলিশে কথা বলা শুরু করবেন তখনই আপনার কাছের একশ্রেণির মানুষ পাবেন, তারা আপনাকে বলবে তােমার এটা হচ্ছে না, ঐটা হচ্ছে না, আগে Grammar শিখ এবং সবনিয়ম গুলাে মুখস্থ কর তারপর ইংরেজিতে কথা বলার জন্য চেষ্টা কর । এই ধরনের উপদেশ থেকে হুঁশিয়ার সাবধান!!! তাদের কে পাত্তা দেয়া যাবে না। ভুল হউক, শুদ্ধ হউক ইংরেজিতে কথা বলতে হবে, এই উদ্দেশ্য নিয়ে এগিয়ে যেতে হবে।