উইল রোবি সিআইএ’র অন্রতম সেরা গুপ্তঘাতক। দেশের জঘন্যতম শত্রু বা মানুষরুপী দানবগুলোকে পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দেয়ার জন্য ডাক পড়ে তার। এই কাজে তার সমকক্ষ কেউ নেই-জেসিকা রিল ছাড়া! পেশাদারিত্ব, শৃঙ্খলা, দক্ষতা েএবং প্রতিভার দিক থেকে সে রোবির যোগ্য প্রতিদ্বন্দ্বী। এক অজানা কারণে এজেন্সির অফিশিয়ালরা তার অস্ত্রের নিশানায় পরিণত হচ্ছে। উইল রোবিকে নতুন একটি মিশন দেয়া হয় : যে করেই হোক থামাতে হবে রিলকে...জীবিত অথবা মৃত। মাঠে নামতেই অস্পষ্ট হয়ে ওঠে আসলে কে কার পিছু নিয়েছে! চোখে যা দেখা যাচ্ছে সবই কি সত্যি? নাকি আড়ালে চলছে আরও বড় কোন ধ্বংসের খেলা? কারা চাইছে সব দেশের ভূ-রাজনৈতিক নকশা বদলে দিতে?
ডেভিড বালাদ্যাচি
David Baldacci was born and raised in Richmond, Virginia. He graduated from Henrico High School and earned a B.A.from Virginia Commonwealth University and a J.D. from the University of Virginia School of Law, after which he practiced law for nine years in Washington, D.C. He is of Italian descent from Barga, in Tuscany.