এডওয়ার্ড ফস্কা যে একজন খুনি—সে ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ নেই মারিয়ানার। কিন্তু মানুষটার কেশাগ্রও স্পর্শ করার উপায় নেই! কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এই ফস্কাকে সবাই ভালোবাসে, পছন্দ করে...
...বিশেষ করে একদল ছাত্রীর একটা গুপ্তসঙ্ঘ, যাদের নাম—দ্য মেইডেনস।
মারিয়ানা অ্যান্ড্রোস নিজে কম প্রতিভাবান নয়। অসাধারণ দক্ষ এই গ্রুপ থেরাপিস্টের মনে আগ্রহ জন্মায় দ্য মেইডেনসকে নিয়ে...যখন তাদের একজনকে হত্যা করা হয় কেমব্রিজের ক্যাম্পাসে। নিহত মেয়েটা আবার মারিয়ানার ভাগনি, জোয়ির বান্ধবীও ছিল!
মারিয়ানা নিজেও ছাত্রী ছিল প্রতিষ্ঠানটির। মোটামুটি নিশ্চিত ও: কেমব্রিজের অদ্ভুত সুন্দর গম্বুজ ও বলভি... সেই সঙ্গে সুপ্রাচীন সব রীতির আড়ালে লুকিয়ে আছে অশুভ কিছু। আরও নিশ্চিত সে: নিখুঁত অ্যালিবাই থাকা সত্ত্বেও, খুনি এডওয়ার্ড ফস্কাই।
কিন্তু নিজের ছাত্রীকে খুন কেন করবে এডওয়ার্ড? কেন সে বারংবার ফিরে আসছে পার্সেফোনির আচার, দ্য মেইডেন আর বেচারির পাতাললোকে যাত্রার দিকে?
আরেকটা লাশ আবিষ্কৃত হলে, মারিয়ানার মোহ যেন মাত্রা ছাড়ালো...এডওয়ার্ডের মুখোশ ওকে উন্মোচন করতে হবেই! কিন্তু মোহটা যে ওর গ্রহণযোগ্যতার পাশাপাশি হুমকির মুখে ফেলছে বেচারির ঘনিষ্ঠ সব সম্পর্ককেও। কিন্তু মারিয়ানাও দৃঢ়প্রতিজ্ঞ।
জান গেলেও পরোয়া নেই...
...কিন্তু খুনিকে সে থামাবেই!