খ্যাতিমান ব্রিটিশ লেখক রিচার্ড টেম্পলারের লেখা ‘দ্য রুলস অব ওয়ার্ক’ গ্রন্থটি কর্মক্ষেত্রে সফল হওয়ার ক্ষেত্রে পাঠককে সহায়তা করবে। যারা চাকরিতে উন্নতি করতে চান, কিন্তু সঠিক রাস্তাটি খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য এই গ্রন্থটি বেশ উপকারী হতে পারে। সেই সঙ্গে প্রতিষ্ঠান পরিচালনার গাইডলাইন হিসেবে ব্যবস্থাপকদের জন্যও এটি একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ হতে পারে।
রিচার্ড টেম্পলারের মতে, বর্তমান গ্রন্থে উল্লেখিত নিয়মগুলো সহজ, কার্যকর, নিঁখুত ও বাস্তবসম্মত। এই নিয়মগুলো ব্যক্তিগত মানের উন্নতি ঘটায় এবং আত্মবিশ্বাস তৈরি করে, যার ফলে আপনি হয়ে উঠবেন একজন দক্ষ, নৈতিক ও কর্মক্ষেত্রে সফল একজন মানুষ।