আমরা সবাই জীবনে ধনী ও সফল হতে চাই। কিন্তু চাইলেই কি তা হওয়া যায়? ধনী ও সফল হওয়ার জন্য প্রয়োজন হয় একটি ভিশন তথা একটি সুনির্দিষ্ট পরিকল্পনা এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য অধ্যবসায়। একইসঙ্গে জানতে হয় অতীতে ও বর্তমানে যারা ধনী ও সফল হয়েছেন তাদের জীবন কাহিনি এবং তাদের সাফল্যের সূত্রাবলি।
টপ বিলিওনিয়ার্স ইন দ্য ওয়ার্ল্ডগ্রন্থে বিশ্বখ্যাত ফোর্বস ম্যাগাজিনের তালিকায় থাকা বিশ্বসেরা দশজন বিলিওনিয়ারের (শতকোটিপতি) জীবন কাহিনি এবং এবং তাদের সাফল্যের সূত্রাবলি তথা তাদের সফল হওয়ার কারণ তুলে ধরা হয়েছে। তাদের জীবনী বিশ্লেষণ করতে গিয়ে দেখা যায়, তাদের শুরুটা ছিল খুবই সাধারণ। ছিল না তেমন কোনো পুঁজি, ছিল না একদল কর্মী এবং ছিল না বিশাল অফিস। কিন্তু তারা সকলেই কর্মজীবন শুরু করেছিলেন একটি ভিশন বা সুনির্দিষ্ট পরিকল্পনাকে সামনে রেখে। নিজ নিজ প্রতিষ্ঠান ব্যবস্থাপনা এবং প্রতিষ্ঠানের প্রসার ঘটানোর ক্ষেত্রে তারা অসাধারণ সব কৌশল অবলম্বন ও আধুনিক ব্যবস্থাপনা পদ্ধতি ব্যবহার করেছেন।
টপ বিলিওনিয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড বইতে অন্তর্ভুক্ত বিশ্বসেরা ধনীদের জীবন কাহিনি এবং তাদের সাফল্যের সূত্রাবলি পড়ে পাঠক অনুপ্রাণিত হবেন। বিশেষ করে পুঁজির বিস্তার কীভাবে হয় তা জানার পাশাপাশি নতুন ব্যবসা কিংবা অন্য যে কোনো উদ্যোগ গ্রহণের প্রেরণা সৃষ্টিতে এ বইটি ভূমিকা রাখবে। একইসঙ্গে এই বইয়ের জ্ঞান কাজে লাগিয়ে পাঠক নিজ নিজ ক্ষেত্রে কিছুটা হলেও নতুন আইডিয়া ও নির্দেশনা পাবেন।
নেসার আমিন
নেসার আমিন একজন লেখক, অনুবাদক এবং কনটেন্ট ক্রিয়েটর, যিনি ১৯৮৬ সালে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা এ.টি.এম রুহুল আমিন একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং মাতা বেগম হাসিনা খোন্দকার একজন গৃহিণী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক ও মাস্টার্স সম্পন্ন করার পর, নেসার আমিন 'চ্যানেল টুয়েন্টি ফোর'-এর নিউজ রুম এডিটর হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০১৩ থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি 'দি হাঙ্গার প্রজেক্ট'-এর প্রোগ্রাম অফিসার এবং 'সুজন'-এর সহযোগী সমন্বয়ক হিসেবে কাজ করেন, বর্তমানে 'ন্যাশনাল ইন্টারেস্ট অব বাংলাদেশ (এনআইবি)'-এর সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর মৌলিক ও অনুবাদকৃত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হলো *বিদ্যুৎ জ্বালানি ও সমকালীন প্রসঙ্গ*, *বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা ও ফলাফল*, *দ্য অ্যালকেমিস্ট* (অনুবাদ) ও *রিচ ড্যাড পুওর ড্যাড* (অনুবাদ)।
Title :
টপ বিলিওনিয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড (হার্ডকভার)