'তৃষ্ণা মেটে না মোর’—কবি মুহিব খানের নতুন কবিতার বই। প্রায় চার বছর পর আবারও নতুন বই নিয়ে পাঠকের সামনে হাজির এমন এক কবি—যিনি তার সব পরিচয়ের উর্ধ্বে কবি পরিচয়কে তুলে ধরেন সগর্বে। জাগ্রত কবি হিসেবে বরিত তুমুল জনপ্রিয় এ কবি ‘আল কুরআনের কাব্যানুবাদ’ করে নিজের খ্যাতিকে বৌদ্ধিকতায়ও উত্তীর্ণ করেছেন। কবি যে শুধু মনের প্রেম-বিরহ-ভালোবাসাকেই কাব্যরূপ দেন না, আল্লাহর বাণীকেও বাঙলা ভাষায় করে তোলেন ললিত, নন্দিত ও শিল্পরূপময়, এ কবি তা দেখিয়েছেন। এর পর তার প্রতিটি কাজের দিকেই মনোযোগ ফেরাবার রয়েছে বিপুলতর প্রয়োজন।
কবিরা তৃষ্ণাকেই বাঁচে, আবার তৃষ্ণাতেই মরে। কবিতার জন্য যেমন জীবন প্রয়োজন, তেমনি প্রয়োজন মৃত্যু। প্রাণের এইসব টানাপোড়েন নিয়ে কবি মুহিব খান লিখেছেন—‘কত দিন হল সন্ধ্যে আমার/কত রাত হল ভোর! তৃষ্ণা মেটে না! তৃষ্ণা মেটে না! তৃষ্ণা মেটে না মোর!…
তিনি এ কাব্যের ভূমিকায় লিখেছেন, ‘কবিতা কোনো দায় নয়, দায়মুক্তি। কিছু কবিতা নিতান্তই স্বগতোক্তি। এর আগে বা পরে কোনো প্রশ্ন নেই, জিজ্ঞাসা নেই। থাকতেও নেই। কবিতা কবিতাই।’
জীবনের আকুল তৃষ্ণা ও সকরুণ বেদনাবোধ—প্রেম, বিরহ, হৃদয়ের ব্যকুলতা ও মানবিক যাতনা— সর্বোপরি কবি তার হৃদয়ে সঞ্চিত সকল তৃষ্ণা ও হাহাকার এখানে গেঁথে দিয়েছেন নিবিড় মগ্নতায়।
চার বছরের দীর্ঘ প্রতীক্ষা শেষে কবি মুহিব খানের নতুন কবিতাবইয়ে কবিতাপ্রেমীদের স্বাগত!