তুমি ফিরবে বলে (পেপারব্যাক) - জাকারিয়া মাসুদ | বইবাজার.কম

তুমি ফিরবে বলে (পেপারব্যাক)

    5 Ratings     5 Reviews

বইবাজার মূল্য : ৳ ২১৬ (২৮% ছাড়ে)

মুদ্রিত মূল্য : ৳ ৩০০

সংকলনকারী : আসিফ আদনান





WISHLIST


Related Bundles


Bundle Title Price


Overall Ratings (5)

Md.Al-Imran Hemel
02/04/2020

কোরআন ও হাদিসের রেফারেন্স এনেছেন অনেক জায়জায়। পিডিএফ পরে হার্ডকপির জন্যে অধীর আগ্রহ অপেক্ষা করছিলাম। আমার পড়া সেরা বইগুলোর মধ্যে এইটা একটা। প্রতিটি অনুচ্ছেদ, প্রতিটি গল্প আপনাকে চিন্তার জগৎ এ নিয়ে যাওয়ার খোরাক দিবে। এই বইটা পরে আমি বুজলাম যে বইটা পরলে সবারই খুব ভালো লাগবে এবং সবার মন ছুয়ে যাবে। আমার মনে হয় যুবাদের এই বইটি পড়া উচিৎ। মাদুর্যপূর্ন ভাষা ভালো করে বুঝতে পারবে এমন সাবলীলভাবে লেখক লেখাটি ফুটিয়ে তুলেছে। অসাধারণ একটা বই।


Al amin
02/04/2020

সেই লোকটা কি আসলেই শান্তিতে থাকে? যার ভিতরে আখিরাতের লোভের চেয়ে দুনিয়ার লোভ বেশি।  তার হাতে আইফোন কানে হেডফোন বাবার কাছে করলেই আবদার চলে আসে উপহার কোন কিছুর অভাব নাই যাদের তাহলে এত দুশ্চিন্তা কেন তাদের? সারাদিন মজা-মাস্তিই কি আত্মার পরিতিপ্তি? নাকি জান্নাত পাওয়ার লোভ তোমার আত্মাকে প্রশান্তি করতে পারে। যার কাছে দুনিয়ার সব কিছু আছে তার কাছে যদি আল্লাহকে পাওয়ার ইচ্ছা না থাকে তাহলে আসলে তার কাছে কিছুই নেই। একেবারেই শুন্য।  “তুমি ফিরবে বলে” বইয়ের বইয়ের প্রথম অধ্যায় “ফাগুনহাওয়া বয়ে যাক তোমার পরানে” এই অধ্যায়ে দুটো কাল্পনিক ক্যারেকটার দিয়ে কুরআন ও হাদিসের দলিলের মাধ্যমে পুরো বিষয়টাকে জীবিত আকারে তুলে ধরেছেন। প্রিয় জাকারিয়া ভাই সেখানে এমন কিছু সেলিব্রেটির নাম দিয়েছেন যাদের টাকা, যোশ, খ্যাতি, এবং ফ্যান ফলোয়ারের অভাব ছিল না। তার পরেও তারা দুশ্চিন্তা মুক্ত ছিল না এবং শেষ পর্যন্ত suicide এর পথ বেছে নিয়েছে।  অসংখ্য জাঝাকাল্লাহ জাকারিয়া মাসুদ ভাইকে। আমাদের বর্তমান যুব সমাজকে একটি মূল্যবান বই উপহার দেয়ার জন্য।


Salim
31/03/2020

“তুমি ফিরবে বলে” বইটা স্বল্প সময়েই পাঠকের হৃদয়ে স্থান করে নিয়েছে। আল-হামদু লিল্লাহ। বইটা নিয়ে আমরা নিজেরাও অভিভূত। যুব-প্রজন্মকে সামনে রেখেই মূলত বইটি লেখা হয়েছে। যুবাদের মনের কথাগুলোই বইয়ের পাতায় রূপ দেওয়া হয়েছে। এই ধরনের মোটিভেশনাল বই বাংলা ভাষায় খুবই অপ্রতুল। সম্ভবত যে প্রশ্নটা আমাদের সবচেয়ে বেশি তাড়িয়ে বেড়ায়, সেটা হলো, আমাদের জীবনের অর্থ কী? কেনইবা আমরা এই পৃথিবীতে এলাম আর জন্ম আর মৃত্যুর মাঝের এই সময়টুকুর উদ্দেশ্যই বা কী? এটা একটা প্রশ্ন, যেটার উত্তর আমাদের অন্তরগুলো সবসময়ই খুঁজে বেড়ায়, কিন্তু উত্তর খুঁজে পায় না। কী যেন এক শূন্যতায় হৃদয় হাহাকার করে উত্তরের খোঁজে। আমরা আসলে করছি কী আর আমাদের গন্তব্যই বা কোথায়? যেন কোন এক সকালে ঘুম থেকে উঠলাম আর এভাবেই আমাদের আবির্ভাব হলো। কোন প্রশ্ন করো না, শুধু স্রোতে ভেসে চলো। আর যত পারো টাকা কামাও যেন কখনো দেওলিয়া হয়ে না পড়। টিভিতে যা দেখানো হচ্ছে তারই অনুকরণ কর, চুলের স্টাইল কিংবা পোশাক যাই হোক। বেশি ভাবনা-চিন্তা করো না, যা বলা হবে তাই কর। আর যদি কখনো হতাশ হয়ে যাও, অ্যালকোহলের নেশায় ডুব দেও। তোমার বিবেক তোমাকে বাঁধা দিচ্ছে? তাহলে রেডিও চালু কর। এমন একটা লাইফস্টাইল, যেখানে ড্রাগ, সেক্স আর রক এন্ড রোল ছাড়া কিছু নেই। সত্যি বলতে, আমি জানতে চাই, বেড়ে ওঠা এবং একসময় বৃদ্ধ হয়ে যাওয়া ছাড়া কি জীবনে আর কিছু আছে? কিছুদিন বেঁচে থাকা আর তারপর একটা সুখী পরিবার আর অনেক সম্পত্তি রেখে চলে যাওয়া, যার মালিক হবে অন্য কেউ। কফিনে বন্দী হওয়ার আগেই আমি সত্যি জানতে চাই। কারণ আমি আমার নফসের সাথে জুয়া খেলে ভাগ্য যাচাই করতে চাই না। জীবনের সবচেয়ে সাধারণ কিছু প্রশ্ন আর আমি শুধু উত্তর খুঁজছি। আমরা এখানে কী করছি আর আমাদের উদ্দেশ্য কী? আমরা এখানে কীভাবে আসলাম আর কে-ই বা আমাদের এত নিঁখুতভাবে বানালো? আর কী হবে আমাদের মৃত্যুর পর নাকি এই পৃথিবীতেই সব শেষ? প্রশ্নগুলোর উত্তর আমরা পাই না, আর আপাত দৃষ্টিতে পাওয়ার প্রয়োজনও মনে করি না। জীবনের কোন উদ্দেশ্য নেই, আর সব প্রকৃতির মতই হচ্ছে। তাহলে, আমাকে প্রশ্ন করতে দেও, তুমি কি নিজে নিজেকে সৃষ্টি করেছ নাকি অন্য কেউ? কারণ তুমি এমন প্রাণী যে নিঁখুত, অতূলনীয়। তোমার মধ্যে আছে অসামান্য প্রতিভা আর আমি যুক্তিসঙ্গত কথাই বলছি। পৃথিবীর কোন ক্যামেরা নেই, যেটা মানুষের চোখের সাথে তুলনা করা যায় কিংবা এমন কোন কম্পিউটার, যেটা মানুষের মনের সাথে মিলে। এবং যদি আমরা পুরো পৃথিবীরও এক হয়ে যাই, আমরা একটা ছোট্ট মাছিও বানাতে পারবো না। এত এত নিদর্শন তবু আমরা অস্বীকার করি। সবকিছুর একটা উৎস আছে, একজন নির্মাতা আছে। এই লেখাটা পড়তে পারছো, কারণ কেউ এটা লিখেছে। অথচ আমরা বিগ ব্যাঙে বিশ্বাস করি, কিন্তু তাকে বিশ্বাস করি না, যিনি এই বিস্ফোরণ ঘটিয়েছেন, আল্লাহ! প্রতিটি জিনিসের স্রষ্ঠা আর প্রতিটি আত্মার। চিরস্থায়ী প্রভু, যিনি সবকিছুর নিয়ন্ত্রণে আছেন। তার সৃষ্টি আমাদের কল্পনার চেয়ে বেশি এবং না! তিনি কোন মানুষ নন আর না তার কোন সমকক্ষ আছে। তিনি সবকিছু নিজেই করেছেন আর আমাদের কখনো একা করে দেননি। নিশ্চিতভাবেই আমরা পুনরজ্জীবীত হব। আর আমাদের প্রতিটি কৃতকর্মের জন্য প্রভুর সামনে হাজির হতে হবে, যখন তিনি আমাদের হাতে আমলনামা দিবেন এবং বলবেন ‘পড়!’ ভালো থেকে খারাপ এবং এর মাঝে যা কিছু আছে। তুমি নিজেই তোমার হিসেবের জন্য যথেষ্ট হবে, তাই আমার উপর ক্রুদ্ধ হয়ো না, কারণ তুমি ছিলে সে যে ভেবেছিলো, সে আমার কাছে ফিরে আসবে না। তোমাকে আমি পুরো জীবন দিয়েছি আমার সন্ধানের জন্য কিন্তু তুমি সেগুলোর পেছনেই দৌঁড়েছ যা ছিলো ক্ষণস্থায়ী। তাই তোমাকে ফিরতে হবে তোমার সৃষ্টিকর্তার কাছে,,,, এই বইটি পড়লে বুঝতে পারবেন আপনার জীবনের মূল্য কি,,,,,,


Abed
31/03/2020

তুমি ফিরবে বকে এটা একটা বই নয় তার চেয়ে বেশি কিছু। মোটিভিশনাল বই হিসাবে অন্যতম কিনা জানি তবে আর কোন বই থাকলে এই বইটি আগিয়ে থাকবে আমার বিশ্বাস। অন্যরকম একটা ভালোলাগা শুরু হয়েছে লেখকের ও বইয়ের প্রতি। জাকারিয়া মাসুদ সমন্ধে কিছুই জানতাম না। লেখক খুব দরদ দিয়ে লিখেছেন। কোরআন ও হাদিসের রেফারেন্স এনেছেন অনেক জায়জায়। পিডিএফ পরে হার্ডকপির জন্যে অধীর আগ্রহ অপেক্ষা করছিলাম। আমার পড়া সেরা বইগুলোর মধ্যে এইটা একটা। প্রতিটি অনুচ্ছেদ, প্রতিটি গল্প আপনাকে চিন্তার জগৎ এ নিয়ে যাওয়ার খোরাক দিবে। এই বইটা পরে আমি বুজলাম যে বইটা পরলে সবারই খুব ভালো লাগবে এবং সবার মন ছুয়ে যাবে। তাই সবাইকে বইটি পরার অনুরোধ জানাচ্ছি।


Ahmed
08/07/2019

বইটি পড়ার জন্য অপেক্ষা করছি


PAYMENT OPTIONS

Copyrights © 2018-2024 BoiBazar.com