স্কুলের দিকে মুখ করে সেই বিশ ফুট রাস্তার ওপর দাঁড়ালে হাতের ডানে, মানে পশ্চিমে পড়ে বিশাল বটগাছটি। কী তার ভঙ্গি ও দৃঢ়তা-পাতায় পাতায় সবুজ গাঢ় রং, চোখ মেলে তাকালে মুগ্ধ না-হয়ে পারা যায় না। মূল কাণ্ডসহ আরও দু’স্তম্ভমূলের সাহায্যে প্রায় বিশ বর্গ কাঠা জমি নিয়ে ছড়িয়ে রয়েছে বটগাছটি। বাধাহীনভাবে বেড়ে উঠেছে বলে ফুটপাতের বেশ খানিকটা জায়গাও তার দখলে। গাছটির উচ্চতা কিন্তু কম নয়, বিশাল জায়গা নিয়ে শাখা-প্রশাখা ছড়িয়ে সরাসরি মাথা অনেক উপরে উঠে গেছে-ফলে দূর থেকে দেখলে একে সবুজ ছাতার মতন মনে হয়। সে যাই হোক, নন্দলাল হাই স্কুলের ছাত্র টুটুল এবং স্কুল সংলগ্ন এই বটগাছই এখন আলোচনার বিষয়।