বর্তমান প্রযুক্তি বিশ্ব কিংবা কর্পোরেট জগতে ইলন মাস্ক একজন বিরল প্রতিভাধর ব্যক্তিত্ব। অসাধারণ সব উদ্ভাবনী ও মানব কল্যাণমুখী চিন্তাধারা দিয়ে তিনি নতুনভাবে রূপ দিচ্ছেন আমাদের এই বিশ্বকে।
ইলন মাস্ক একাধারে একজন সফল মার্কিন ব্যবসায়ী, উদ্যোক্তা, বিনিয়োগকারী, উদ্ভাবক, শিল্প ডিজাইনার ও প্রকৌশলী। তিনি ছিলেন জিপ টু ও পেপ্যালের সহ-প্রতিষ্ঠাতা। প্রথম ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান হিসেবে সফলভাবে মহাকাশে পৌঁছায় তাঁর নিজ হাতে গড়ে তোলা প্রতিষ্ঠান স্পেসএক্সের ফ্যালকন রকেট। এছাড়া মহাকাশ যাত্রা ও রকেট নির্মাণ ব্যয় হ্রাস এবং রকেটকে পুনরায় ব্যবহারযোগ করে তোলার সক্ষমতা দেখিয়েছে এই প্রতিষ্ঠানটি। বৈদ্যুতিকভাবে চালিত পরিবেশবান্ধব বিশ্বখ্যাত গাড়ি নির্মাণ কোম্পানি টেসলা মোটরস-এর মালিকানাও মাস্কের। দ্রুতগামী পরিবহনব্যবস্থা হাইপারলুপের চিন্তা তাঁর মাথায়। তাঁর আরও কিছু মানবতাবাদী ব্যবসায়িক উদ্যোগ হলো- নিউরালিঙ্ক, দ্য বোরিং কোম্পানি, স্টারলিঙ্ক এবং ওপেন এআই।
বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী ইলন মাস্কের সব চিন্তা-ভাবনাই সুদূরপ্রসারী। মানবকল্যাণমুখী বিভিন্ন উদ্যোগের কারণে ইলন মাস্ককে ‘মানবিক পৃথিবীর স্বপ্নদ্রষ্টা’ বলা হয়। অনেকের মতে, হালের ইলন মাস্ক অনেকটাই সেই কেএফসির কর্নেল স্যান্ডারস কিংবা আলিবাবার জ্যাক মা-এর প্রতিচ্ছবি।
‘ভবিষ্যৎ পৃথিবীর স্বপ্নদ্রষ্টা এক বিস্ময়মানব ইলন মাস্ক’ বইটি পড়ার, সাক্ষাৎকার এবং তাঁর জীবন ও ব্যবসা সংক্রান্ত প্রাসঙ্গিক অনেক তথ্য জানতে পারবেন। এরফলে পাঠক অনুপ্রাণিত হবেন এবং একইসঙ্গে পাবেন প্রয়োজনীয় দিক-নির্দেশনাও।
নেসার আমিন
নেসার আমিন একজন লেখক, অনুবাদক এবং কনটেন্ট ক্রিয়েটর, যিনি ১৯৮৬ সালে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা এ.টি.এম রুহুল আমিন একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং মাতা বেগম হাসিনা খোন্দকার একজন গৃহিণী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক ও মাস্টার্স সম্পন্ন করার পর, নেসার আমিন 'চ্যানেল টুয়েন্টি ফোর'-এর নিউজ রুম এডিটর হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০১৩ থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি 'দি হাঙ্গার প্রজেক্ট'-এর প্রোগ্রাম অফিসার এবং 'সুজন'-এর সহযোগী সমন্বয়ক হিসেবে কাজ করেন, বর্তমানে 'ন্যাশনাল ইন্টারেস্ট অব বাংলাদেশ (এনআইবি)'-এর সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর মৌলিক ও অনুবাদকৃত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হলো *বিদ্যুৎ জ্বালানি ও সমকালীন প্রসঙ্গ*, *বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা ও ফলাফল*, *দ্য অ্যালকেমিস্ট* (অনুবাদ) ও *রিচ ড্যাড পুওর ড্যাড* (অনুবাদ)।
Title :
ভবিষ্যৎ পৃথিবীর স্বপ্নদ্রষ্টা এক বিস্ময়মানব ইলন মাস্ক (হার্ডকভার)