"মৃত্যু আতংকে রাজধানীতে বন্ধ হয়ে আছে বিয়ে। বাসর রাতে মারা যাচ্ছে বর এবং মানসিক ভারসাম্য হারাচ্ছে কনে। আজ সকালে বনানী দুই নাম্বার রোডের একটি বাড়িতে একই রকমভাবে মিললো আরো একজন বরের লাশ। জানা গেছে, পরিবারটি তাদের নিকট আত্মীয় স্বজন এবং কিছু কাছের বন্ধু বান্ধব নিয়ে গতকাল রাতেই চুপিসারে বিয়ের আয়োজন সম্পন্ন করে। এই নিয়ে গত ৩ মাসে রাজধানীর বিভিন্ন এলাকায় একই রকমভাবে ১৭ টি মৃত্যু ঘটলেও এর কোনো ব্যাখা পাওয়া যায়নি। এসব কেবলি সাধারণ মৃত্যু নাকি হত্যা! অস্পষ্ট রয়ে গেছে বিষয়। তদন্তের দায়িত্ব হস্তান্তরের ৩ মাস পার হলেও এখনো পর্যন্ত সুস্পষ্টভাবে কিছুই বলতে পারছে না পিবিআই। তাই দিন দিন জনমনে আতংক বেড়েই চলেছে। যেখানে বিয়েকে জীবনের নতুন শুরু বলা হতো সেখানে বিয়েই এখন প্রাণঘাতি হয়ে দাঁড়িয়েছে। ১৭ টি মৃত্যুর ৯ টিই ঘটেছে গত ২৫ দিনে। এই অবস্থায় রাজধানীর পাশাপাশি আতংকিত হয়ে পড়েছে সারাদেশের মানুষ। ঘটনার সঠিক তদন্ত হয়ে কবে রহস্য উদঘাটন হবে, এমন প্রশ্ন এখন সবার মনে। এই অনুসন্ধানে সময় বেশী লেগে গেলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে ধারণা করছেন বিশিষ্টজনেরা।"