মৃত্যু-আতঙ্কে রাজধানীতে বন্ধ হয়ে আছে বিয়ে। বাসররাতে মারা যাচ্ছে বর এবং মানসিক ভারসাম্য হারাচ্ছে কনে। আজ সকালে বনানী দুই নম্বর রোডের একটি বাড়িতে একইভাবে মিলল আরও কজন বরের লাশ। জানা গেছে, পরিবারটি তাদের নিকট আত্মীয়স্বজন এবং কিছু কাছের বন্ধুবান্ধব নিয়ে গতকাল রাতেই চুপিসারে বিয়ের আয়োজন সম্পন্ন করে। এই নিয়ে গত চার মাসে রাজধানীর বিভিন্ন এলাকায় সতেরোটি মৃত্যু ঘটলেও এর কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। এসব কেবলই সাধারণ মৃত্যু নাকি হত্যা! অস্পষ্ট রয়ে গেছে বিষয়টা। তদন্তের দায়িত্ব হস্তান্তরের তিন মাস পার হলেও এখনো সুস্পষ্টভাবে কিছুই বলতে পারছে না পিবিআই। তাই দিন দিন জনমনে আতঙ্ক বেড়েই চলেছে। যেখানে বিয়েকে জীবনের নতুন শুরু বলা হতো সেখানে বিয়েই এখন প্রাণঘাতী হয়ে দাঁড়িয়েছে। সতেরোটি মৃত্যুর নয়টি ঘটেছে গত পঁচিশ দিনে। এই অবস্থায় রাজধানীর পাশাপাশি আতঙ্কিত হয়ে পড়েছে সারাদেশের মানুষ। সঠিক তদন্ত হয়ে কবে ঘটনার রহস্য উদ্ঘটিত হবে, এমন প্রশ্ন ঘুরছে সবার মনে। অনুসন্ধানে সময় বেশি লেগে গেলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে ধারণা করছেন বিশিষ্টজনেরা।