ফ্ল্যাপের কিছু কথাঃ কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের নানাবিধ আগ্রহের বিষয়ের একটি চলচ্চিত্র। তিনি দীর্ঘদিন চলচ্চিত্র সংসদ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। আশির দশক থেকে চলচ্চিত্রবিষয়ক মননশীল প্রবন্ধ লিখে আসছেন পত্র পত্রিকায়। সম্প্রতি একটি টিভি চ্যানেলে তিনি উপস্থাপন করছেন সাক্ষাৎকারভিত্তিক চলচ্চিত্র চর্চার ধারাবাহিক অনুষ্ঠান ‘বায়োস্কোপ।’ বিভিন্ন সময়ে লেখা চলচ্চিত্র বিষয়ক প্রবন্ধ এবং টিভি অনুষ্ঠান বায়োস্কোপের নির্বাচিত কিছু সাক্ষাৎকার নিয়ে এই বই ‘চলচ্চিত্র, বায়োস্কোপ, প্রভৃত।’ চলচ্চিত্রমোদী যে কোন পাঠকের জন্য এই বই প্রয়োজনীয় বলে বিবেচিত হবে।