আপনি যখন এই বইটি পড়বেন তখন নিজেকে নিয়ে কল্পনা করুন, যেন আপনি বাজারে কেনাকাটা করতে এসেছেন। আপনি এখান থেকে সেই জিনিসগুলাে, সেই বুদ্ধি বা কৌশলগুলাে গ্রহণ করবেন যা আপনার দরকার। বাজারে কেনাকাটা করতে গেলে আপনি যেমন যা দেখেন তাই নিয়ে নেন না, তেমনি এখানের সবকিছুই যে আপনার দরকার তাও নয়। তাই চিন্তা করে কেনাকাটা করুন। আপনি অবশ্য নিজেকে সুযােগ দিবেন, চিন্তা করবেন যে আপনার নিজের কোনটা দরকার। সামনে এগিয়ে যান। পড়ে যান। পরবর্তী সুখ ও সমৃদ্ধি অর্জনের ৭টি সূত্র পৃষ্ঠাগুলাে একটি খােলা মন নিয়ে পাঠ করুন। যদি কোন জায়গায় কোন সূত্র পাঠ করে আপনার কাছে যৌক্তিক মনে হয় তবে তা প্রয়ােগ করার চেষ্টা করুন। আর যদি অযৌক্তিক মনে হয় তবে বাদ দিন।
স্মরণ রাখবেন, আপনি সাফল্য দর্শন পাঠের একজন শিক্ষার্থী, কেবল অন্ধ অনুসরণকারী হবেন না।
Title :
৭ স্ট্র্যাটেজিস ফর ওয়েলদ এন্ড হ্যাপিনেস (হার্ডকভার)