রাফিন টের পেল-ঝট করে কেউ একজন সরে গেল পেছন থেকে। কোনো শব্দ হলো না, কিন্তু বোঝা গেল ব্যাপারটা। ছায়ার মতো। কালো আর ধূসরের মাঝামাঝি, অনেকটা ছাই রংয়ের। আড়চোখে এটুকু দেখেই তার মনে হলো-ঘটনাটা অস্বাভাবিক! এবং সে এটাও ভেবে নিল-সম্ভবত নতুন কোনো ঝামেলায় পড়তে যাচ্ছে তারা।
না, কেবল ঝামেলা না; নতুন বিপদেও পড়েছে পাঁচ গোয়েন্দা।
বিশাল নদীর মাঝখানে বিশাল একটা জাহাজ-সেই জাহাজে কীসের বিপদ তাদের?
এই বইয়ের কয়েকটা পৃষ্ঠা পড়ো, দেখবে-তুমি নিজেও পাঁচ গোয়েন্দার একজন হয়ে গেছো! কিছুতেই তুমি আর ছেড়ে আসতে পারছো না ওদের। টানটান উত্তেজনায় তুমিও এগুতে থাকবে শেষপর্যন্ত।
তারপর?
তারপর অবিশ্বাস্য এক চমক!
Title :
ডিটেকটিভ ফাইভ : পাঁচ গোয়েন্দার নতুন বিপদ (হার্ডকভার)