ভূমিকা ব্যক্তিগত রচনা শিরোনামে আমি এক ধরনের লেখা অনেক দিন থেকেই লিখছি। শুরু করেছিলাম ‘হোটেল গ্রেভার ইন’ দিয়ে। প্রকাশ করেছিল কাকলী প্রকাশনী।এই ধারার সর্বশেষ রচনা ‘এই আমি।’ এর প্রকাশকও কাকলী। যেখানে থেকে শুরু সেখানেই শেষ।চক্র সম্পন্ন হল। হুমায়ূন আহমেদ ১৩৫, এলিফেন্ট রোড ঢাকা।