

একাত্তরের ডায়েরী (হার্ডকভার)
5 Ratings
1 Reviews
অর্ণব
20/12/2018
কবি সুফিয়া কামাল ছিলেন আমাদের জন্য এক মনন ও সৃজনশীলতায় অগ্রগামী নারী। যে সময়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন,সেই সময়ে তিনি অনেক বাধা অতিক্রম করে নিজেকে এগিয়ে নিয়ে গেছিলেন। যে বয়সে মানুষের মধ্যে বিবেচনা ও অভিজ্ঞতার সঞ্চয় হয়, সে সময়ে তিনি নেজেকে উৎসর্গ করেছিলেন মানব কল্যাণের প্রয়োজনে।তার সেই প্রেরণা থেকেই রচিত হয় একাত্তরের ডায়েরী বইটি।এই বইটি পড়ে আমার কাছে অনেক ভালো লেগেছে। সত্যিই একটি অসাধারন বই। আমি মনে করি এইসব বই ঘরের বুক সেলফ এ সংরক্ষন করে রাখা উচিত।
SIMILAR STATIONERY
PAYMENT
OPTIONS
