প্রেম বাঁচায়, প্রেম মারে/ প্রেম মানুষের সর্বস্ব, প্রেমের জয় তাই সর্বত্র। আদিকাল থেকে প্রকৃতিগত নিয়মেই প্রাণী জগতে ভালোবাসা একটি মৌলিক প্রবণতা হিসেবে বিরাজ করছে। প্রেমহীন মানুষ পাথরের ন্যায়। সকলের জীবনেই থাকে উত্থান-পতন। যার ফলে মানুষের ভেতরে হাহাকার প্রজ্বলিত হয় যন্ত্রণার দংশনে। আবার কখনো আন্দোলিত হয় সুখের শিহরণ। এ-সকল প্রেম-দ্রোহ, সুখ-দুখ, আশা-হতাশার বিভিন্ন আঙ্গিকের চিত্র ভাসে এ বইয়ের কবিতায়। কিছুটা হলেও ভিন্ন এক মাত্রা নিয়ে কবিতাগুলো দোলা দেবে হৃদয়ে...
Title :
Handbook of Bangladesh Standards on Auditing, Assurance & Ethics Pronouncements, Volume 1