ফ্ল্যাপের কিছু কথাঃ মূলক্ষেত্র শিশুসাহিত্য হলেও ফারুক নওয়াজ বহুমাত্রিক লেখক। নানা বিষয়ে লেখৈন। পদ্যে-গদ্যে সমান তাঁর লেখনীশক্তি। ‘লেখালেখির ব্যাকরণ’ তার ভাবনাবৈচিত্রের একটি উল্লেখ যোগ্য সংযোজন। এখানে কাউকে লেখালেখি শেখানোর কোনো পাণ্ডিত্যের প্রয়াস নেই। আজে নবী লেখকদের জন্য কিছু সহজ নির্দেশনা। তাঁর ভাষায় এটা নতুন লেখদের জন্য একটা গাইড বই। ছড়া-পদ্যে ছন্দ অনিবার্য। সেই ছন্দের সহজ ধারণাটা তিনি দিতে চেয়েছেন । অক্ষর, মাত্রা আর স্বরবৃত্ত ছাড়াও বিদেশি নানা ছন্দ সম্পর্কেও এখানো আলোকপাত করেছেন।
সাহিত্যের প্রতিটি শাখা নিয়েও সাবলীল -সহজ বর্ণনা রয়েছে। কোনটা কিভাবে লিখতে হয়, এবং শুধু লিখলেই লেখা হয় না, এজন্য চাই স্পষ্ট ধারণা। সেই ধারণাটি লেখক স্পষ্ট করেছেন।
ফারুক নওয়াজের এই ‘লেখালেখির ব্যাকরণ’ ঢাকার একটি জাতীয় দৈনিকে দীর্ঘদিন ধরে প্রকাশিত হয়েছে। এ লেখা ছাপা হলে বিস্তর প্রসংশা ও যৎকিঞ্চিৎ সমালোচনার ভারও তাঁকে সইতে হয়েছে। সব মিলিয়ে এটা বই আকারে প্রকাশের অনুরোধও এসেছে পাঠকদের কাছ থেকে। অবশেষে ‘বাংলাপ্রকাশ’ লেখক-পাঠক, সাহিত্যের শিক্ষার্থী এবং গবেষকদের উপকারে যদি আসে এই ভেবে বইটি প্রকাশে উৎসাহী হয়। আমাদের বিশ্বাস লেখালেখির ব্যাকরণ নবীন লেখদের পাশাপাশি সাহিত্যের উৎসুক পাঠক-গবেষকদের কাছে একটি সহজ গাইড বই হিসেবে সমাদৃত হবে।
সূচিপত্র * প্রথম অধ্যায় : ছন্দ থেকে সমালোচনা * ছড়া লেখা সহজ তবে... * সবার আগে অক্ষরবৃত্ত * অক্ষরবৃত্তের খুঁটিনাটি * ধ্বনি মানে ধনী নয় * ছন্দ নিয়ে দ্বন্দ্ব ভারি * ধীরে বহে মাত্রাবৃত্ত * ছড়ার ছন্দ স্বরবৃত্ত * স্বরবৃত্তের আরো কিছু * ছন্দের রকমফের * নানা ধরনের কবিতা * অমিত্রাক্ষর এবং... * শ্রুতিমধুর মন্দাক্রান্তা * ছন্দ যখন ছন্দহারা * চাই নতুন ছন্দ নতুন ভাবনা * শিশুপদ্য-কিশোরকবিতা পাঠসংক্রান্ত * কবিতার শক্তি অসীম * গল্প এল কেমন করে * গল্প ছোটগল্প * উপন্যাস : জীবনের বিস্তৃতগাথা * লেখালেখির আরো শাখা... * লেখকের পড়াশুনা * চিনতে হবে প্রকৃতিকে * পৃষ্ঠা না পড়ে * ইতিহাস জানা জরুরি * মধ্যযুগের কবি সার্বভৌম * অনুবাদের কথা : কৃত্তিবাসে বাল্মীকি * মাহকাব্য মহাভারত * কথশা শাহনামা নিয়ে * আরব্যরজনীর কাহিনী * আবারো কিছু বই পড়তে বলি * এবার শুধু কবিতা নিয়ে * শব্দ নিয়ে খেলা * একুশ মানেই গ্রন্থমেলা * সমালোচনা যখন সাহিত্য * হাতের কাছের বই নিয়ে * আরো ক’টা বই * দ্বিতীয় অধ্যায় : কয়েকটি আলোচনা * রঙধনু সাঁকোর কবি * প্রসঙ্গ ছড়া ও একটি চড়ুই * মুক্তিযুদ্ধ : ছড়াপদ্যের ছন্দঝঙ্কারে * অরক্ষিত আকাশে মুক্তপ্রাণ এক কবিপক্ষী * বাংলাদেশে ছোটগল্প ও খায়রুল আলম সবুজ * শিল্পিত শব্দশস্য : কে জি মোস্তফা