আহমদ ছফা বৈচিত্র সন্ধানী লেখক। নতুন নতুন ক্ষেত্রু অন্বেষণ করা তাঁর প্রিয় স্বভাব। আমহদ ছফা পূর্বের রচনার সঙ্গে পরবর্তী রচনার কোনাে বিষয়বস্তুগত মিল খুঁজে পাওয়া যাবেনা। স্বভাবজাত জীবন তৃষ্ণার সঙ্গে বিকশিত মেধার এমন সংযােগ সচরাচর দেখা যায় না। ‘মরণ বিলাস’ উপন্যাসটিতে লেখক অনেক গুলাে জটিল বিষয়ের অবতারণা করেছেন। বর্তমান রচনার স্টাইলটিও একেবারে অভিনব। আয়তনে ক্ষুদ্র হলেও খেলাটিকে আমরা নিদ্ৰিধায় বর্তমনা সময়ের কথাশিল্পের একটি ব্যতিক্রমী উদ্ভাবন বলে মনে করি। এত রাজনীতির ছায়াপাত আছে, আছে একজন ক্ষমতা মনস্ক রাজনৈতিক নেতার উজ্জ্বল মানচিত্র। উইট,হিউমার, সহযোগে লেখকের সুতীক্ষ্ম মননশীলতার প্রকাশ এমন ভাবে ঘটেছে- এক কথায় বলতে হবে সব মিলিয়ে অপূর্ব।