"পড়ো-২" বইটি সম্পর্কে কিছু কথা: একটি গ্রন্থ নিয়ে হাজারাে বই লেখা হয়েছে, একটি গ্রন্থ মানবজাতিকে আমূল বদলে দিয়েছে—এমন নজির আর নেই। আনপড় এক জাতিকে একটি গ্রন্থ পড়াশােনায় আমগ্ন ডুবিয়ে রেখেছে, এমন ঘটনা পৃথিবীতে আর ঘটেনি। পৃথিবীর লাখাে মানুষ আগা-গােড়া মুখস্থ করে রেখেছে—এমন গ্রন্থ একটাই!
পৃথিবীর সবচেয়ে প্রাচীন অডিওবুক সেটি মানুষ শুধু পড়ে না, শােনেও। গ্রন্থটির দাবি, সে এই পৃথিবীর নয়, সে সকল ভুলের উর্ধ্বে। সে আলাে দেয়, অন্ধকার সরায়, সত্য আর মিথ্যাকে আলাদা করে দেয়। কোন সে গ্রন্থ? এ বইটি সেই গ্রন্থটিকে নিয়েই।