“প্রথমে মাতৃভাষা পরভাষা পরে” বইটি সর্ম্পকে কিছু তথ্যঃমানুষের মনে যখন কোন ভাব মূর্ত হয়ে ওঠে তখন তা নাকি স্বতঃই ভাষায় প্রকাশ পায়। একটি ভাষা একটি সংস্কৃতির পরিচায়ক। আমাদের বৃদ্ধাঙ্গুলির মতো এর এক অনন্য বৈশিষ্ট্য রয়েছে। ভাষা কেবল একটি প্রকাশ-মাধ্যম নয়, প্রকাশের বিষয় ও বক্তব্যকে ভাষা রূপ, রস ও রঙে অর্থবহ করে তোলে। ভাষা, মাতৃভাষা ও রাষ্ট্রভাষা সম্পর্কে গত বাইশ-তেইশ বছর ধরে বিভিন্ন রচনায় লেখকের যেসব সাধারণ বক্তব্য প্রকাশিত হয় তা আজ একটি গ্রন্থে গ্রন্থিত হলো।